এক্সপ্লোর
Advertisement
দেখুন-দীপাবলিতে ডাউনিং স্ট্রিটের বাড়ি প্রদীপ দিয়ে সাজালেন ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি শৌনক
প্রসঙ্গত মাস কয়েক আগে ব্রিটেনের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি শৌনক। ৪০ বছর বয়সি শৌনক ইয়র্কশায়ারের রিচমন্ডের এমপি। তিনি ২০১৫ সালে প্রথমবার ব্রিটেনের এমপি নির্বাচিত হন। নারায়ণমূর্তির মেয়ে অক্ষতাকে বিয়ে করেছেন তিনি।
লন্ডন:ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী ঋষি শৌনক দীপাবলি উৎসবে তাঁর লন্ডনের ১১ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়ি প্রদীপ দিয়ে সাজালেন । সদর দরজার বাইরে এঁকে দিলেন রঙ্গোলি। প্রজ্বলিত করলেন চারটি প্রদীপ।নিকটবর্তী স্বামীনারায়ণ মন্দিরে অন্নকূট উৎসবে যোগ দিলেন। শৌনক বলেন, এই বছরটা কেমন কাটছে তা আমরা সবাই জানি। এই কঠিন সময়ে সামাজিক দূরত্ববিধি মেনে চলার কারণে সবাই হয়তো সবার সঙ্গে দেখা করতে পারছি না। মিষ্টি বিতরণ করতে পারছি না। তবে আমাদের হাতে মোবাইল আছে। তার ভিডিয়োর মাধ্যমে আমরা একত্রিত হতে পারছি। আমাদের সকলের মনে বিশ্বাস থাকুক। প্রার্থনা থাকুক।আগামীতে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। ঈশ্বরের কাছে প্রার্থনা সকলে সুস্থ থাকুন। ভালো থাকুন।
Chancellor of Exchequer Rt. Honourable @RishiSunak for the 1st time in British History Lit Diwali Diya at 11 Downing Street . Proud moment for #BritishHindus and #BritishIndians It’s Happy Diwali Indeed Let the festivities begin ???? ! #FestivalofLights #Diwali pic.twitter.com/4Qx8PNrrMJ
— Indians in London Group (@IIL2004) November 13, 2020
প্রসঙ্গত মাস কয়েক আগে ব্রিটেনের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি শৌনক। ৪০ বছর বয়সি শৌনক ইয়র্কশায়ারের রিচমন্ডের এমপি। তিনি ২০১৫ সালে প্রথমবার ব্রিটেনের এমপি নির্বাচিত হন। নারায়ণমূর্তির মেয়ে অক্ষতাকে বিয়ে করেছেন তিনি। উইনচেস্টার কলেজে পড়াশোনা করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেন তিনি। তাঁর বাবা চিকিৎসক এবং মা একটি ওষুধের দোকান চালান। রাজনীতিতে যোগ দেওয়ার আগে গোল্ডম্যান শ্যাখস ও হেজ ফান্ডের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন শৌনক। এরপর তিনি নিজেই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। ক্রমে রাজনীতিতে যোগ দিয়ে সাফল্য পান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement