এক্সপ্লোর
Advertisement
চকোলেটের ওপর পিএইচডি করার সুযোগ দিচ্ছে ব্রিটেনের এই বিশ্ববিদ্যালয়
লন্ডন: চকোলেট ভালবাসেন? পয়সা খরচ করে কত আর খাবেন, এবার বরং চকোলেটের ওপর পিএইচডি করে ফেলুন। যে টাকা হাতে আসবে, তাতেই বরং কিনে খান ইচ্ছেমত চকোলেট!
হ্যাঁ, ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড এমনই চকোলেটি সুযোগ দিচ্ছে। চকোলেটের ওপর গবেষণার জন্য তারা প্রতি বছর বরাদ্দ করেছে ১৫,০০০ পাউন্ড। চকোলেটের জেনেটিক ফ্যাক্টরগুলি নিয়ে গবেষণা করতে হবে, জানাতে হবে স্পেশাল ওই ফ্লেভার আসে কোথা থেকে।
যিনি এই পিএইচডি করার সুযোগ পাবেন, কোকো বিনের গেঁজে ওঠা বা ফার্মেন্টেশন নিয়ে কাজ করতে পারবেন তিনি। মনে করা হচ্ছে, সেটাই চকোলেটের ওই বিশেষ গন্ধের উৎস।
৩ বছরের এই পিএইচডি প্রোগ্রাম তৈরি হয়েছে চকোলেট ইন্ডাস্ট্রির দাবি মেনে। বিভিন্ন ধরনের কোকো সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ জানতে চায় তারা। ব্রিস্টলে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হেলথ অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস বিভাগে ২৭ তারিখের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
শুধু পিএইচডিই নয়, শেযে আছে জব অফারও। গবেষণা শেষ হলে মিলতে পারে মন্ডেলেজ ইন্টারন্যাশনালে কাজের সুযোগ। এই কোম্পানিই ক্যাডবেরি, ওরিও-র মত একের পর এক বিশ্বখ্যাত ব্র্যান্ড তৈরি করেছে। তারা এমন কাউকে চায়, যিনি তাদের প্রোডাক্ট চেখে দেখে তাদের প্যানেলিস্টদের কাছে সৎ ও স্বচ্ছ রিপোর্ট দিতে পারবেন। গোটা বিশ্বে মন্ডেলেজ প্রোডাক্ট লঞ্চে সাহায্য করার সুযোগ পাবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement