এক্সপ্লোর
Advertisement
ভারতের দেওয়া পাকিস্তানে দাউদের ৬টি ঠিকানাই ঠিক, জানাল রাষ্ট্রসঙ্ঘের কমিটি
রাষ্ট্রসঙ্ঘ: দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছে, ভারতের দীর্ঘদিনের এই দাবিতে সিলমোহর দিল রাষ্ট্রসঙ্ঘের এক কমিটি। ১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণের মস্তিষ্ক দাউদের পাকিস্তানের ৯টি ডেরার ব্যাপারে এক ডসিয়ারে তথ্য দিয়েছিল ভারত। তার মধ্যে ৬টি ঠিকানাই ঠিক, সত্যি বলে জানাল ওই কমিটি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিবিয়া (আইএসআইএল) ও আল কায়েদা নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটি ওই ঠিকানাগুলিতে দাউদের থাকার দাবি মেনে নিয়েছে। ভারতের দেওয়া তথ্যে কোনও পরিবর্তন করেনি। তবে ভারতের দেওয়া তিনটি ঠিকানার তথ্য ঠিক নয় বলে জানিয়ে তারা বাদ দিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান বরাবরই দাউদের তাদের মাটিতে বহাল তবিয়তে থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু নিরাপত্তা পরিষদের কমিটি ভারতের পেশ করা ঠিকানা সঠিক বলে জানিয়ে দেওয়ায় পাকিস্তান চরম অস্বস্তিতে পড়ল বলে মনে করা হচ্ছে।
কমিটি যেসব তথ্য তালিকাভুক্ত করেছে, তার মধ্যে দাউদের একাধিক পাসপোর্ট সংক্রান্ত নথিও আছে। ওই পাসপোর্টগুলির মধ্যে অনেকগুলি আবার পাকিস্তানেই ইস্যু করা হয়েছে।
গতকালই ওই কমিটি রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত সন্ত্রাসবাদী দাউদ সম্পর্কে নথি, তথ্য সংশোধন করেছে। তারা জানিয়েছে, করাচির ক্লিফটনে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউস, হাউস নং ৩৭- ৩০-তম রাস্তা-প্রতিরক্ষা, হাউসিং অথরিটি, করাচি, করাচির নূরাবাদের পাহাড়ি এলাকায় প্রাসাদোপম বাংলো---দাউদের এইসব ঠিকানায় কোনও পরিবর্তন করা হয়নি। ভারতের দেওয়া ডসিয়ারে দু বছর আগে করাচিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর বাড়ির সামনে কেনা দাউদের একটি বাড়ি সংক্রান্ত তথ্যও ছিল। এইসব তথ্য দিয়ে ডসিয়ার তৈরি করা হয়েছিল যাতে তা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পাক নিরাপত্তা পরামর্শদাতা সরতাজ আজিজের সঙ্গে বৈঠকে তুলে দিতে পারেন। যদিও শেষ পর্যন্ত সেই বৈঠক বাতিল হয়ে যায়। ডসিয়ারে বলা হয়, দাউদ পাকিস্তানে ঘনঘন নিজের ডেরা বদল করে বলে শোনা যায়। পাকিস্তানে সে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে এবং বিভিন্ন পাক এজেন্সির সুরক্ষা বলয় তাকে ঘিরে রাখে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement