Narendra Modi : 'এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর', মার্কিন কংগ্রেসে বললেন নরেন্দ্র মোদি
মোদি বলেন, 'মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখে সম্মানিত। মার্কিন কংগ্রেসের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি'
ওয়াশিংটন : ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র হাতে হাত রেখে কাজ করবে বিশ্বশান্তির জন্য। দুই দেশই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ। হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi ) । সেই সঙ্গে বক্তব্যে তিনি জোড় দেন দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলির উপর।
তিনি দিনের সফরে আমেরিকায় রয়েছেন তিনি। হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখে সম্মানিত। মার্কিন কংগ্রেসের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি'। এদিন তাঁকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভ্যর্থবা জানানো হয়। । তিনি বলেন, 'ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর। '
#WATCH | With every passing day, Indians and Americans are getting to know each other better... Kids in India become Spiderman on Halloween and America's youth is dancing to the tunes of 'Naatu Naatu': PM Modi during the official State Dinner at The White House pic.twitter.com/45lqIcpxmo
— ANI (@ANI) June 23, 2023
ভারতের প্রধানমন্ত্রী মার্কিন মুলুকে গিয়ে বললেন, 'নতুন শতাব্দীর কথা বলতে এসেছি। ভারত-আমেরিকা বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে'। ভারত-আমেরিকা গণতন্ত্রের পীঠস্থান । ভারত গণতন্ত্রের জননী। প্রবাসী ভারতীয় মার্কিন কংগ্রেসে ইতিহাস গড়েছেন', হোয়াইট হাউসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন প্রেসিডেন্টও ( US President Joe Biden) এদিন মোদির এই সফরকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'জিল এবং আমি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি। আজ রাতে আমরা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের মহান বন্ধন উদযাপন করছি'। হোয়াইট হাউসে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা বলেন। তিনি আরও বলেন, "আজ রাতে আমরা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের মহান বন্ধন উদযাপন করব"। মোদি বলেন, 'আজকের এই চমৎকার ডিনারের জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই। আমার সফর সফল করার জন্য আমি ফার্স্ট লেডি জিল বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই। গতকাল সন্ধ্যায় আপনি আমার জন্য আপনার বাড়ির দরজা খুলে দিয়েছিলেন'। তিনি আরও বলেন, ' যত দিন যাচ্ছে, ভারতীয় এবং আমেরিকানরা একে অপরকে আরও ভাল করে চিনছে... ভারতের বাচ্চারা হ্যালোউইনে স্পাইডারম্যান সাজছে এবং আমেরিকার বাচ্চারা 'নাতু নাটু' এর সুরে নাচছে।'
তিনি বলেন, ভারতীয় আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ পথ এগিয়ে গিয়েছে এবং আমেরিকার সংস্কৃতির মেলবন্ধনে তাঁরা সর্বদা একটি সম্মানজনক স্থান পেয়েছে ( respectful place in America's Melting Pot) । মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভারতীয় আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
#WATCH | Indian Americans have come a long way in the US and have always found a respectful place in America's Melting Pot. Indian Americans have played a significant role in further strengthening the inclusive society and economy of the US: PM Modi during the official State… pic.twitter.com/5m92qoau7J
— ANI (@ANI) June 23, 2023