এক্সপ্লোর
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় মাল্য? জল্পনা
![তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় মাল্য? জল্পনা Vijay Mallya Might Get Married For the 3rd Time With Longtime Girlfriend Pinky Lalwani তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় মাল্য? জল্পনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/28123152/Vijay-Mallya-Pinky-Lalwani.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিজনেস টাইকুন বিজয় মাল্য বিখ্যাত তবে বেশিরভাগ সময়ই ভুল কারণে। ২০১৬ সালে তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির জন্যে। বিশাল অঙ্কের টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে লন্ডনে পালিয়ে যান বিজয় মাল্য। তারপর থেকে সেখানেই তৈরি হয়েছে তাঁর দ্বিতীয় বাড়ি।
এবার ফের তিনি খবরের শিরোনামে এলেন। তবে ব্যাঙ্ক জালিয়াতি, তারজন্যে গ্রেফতারি বা তিনি ভারতে ফিরে আসছেন এমন নয়। তিনি তৃতীয়বার বিয়ে করতে চলেছেন, খবর সূত্রের।
সূত্রের খবর, ৬২ বছর বয়সি বিজনেস টাইকুন বিয়ে করতে চলেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী পিঙ্কি লালওয়ানিকে। মাল্যর সঙ্গে পিঙ্কির ঘনিষ্ঠতা বাড়ে, যখন তিনি বিজনেস টাইকুনের সংস্থায় কাজে যোগ দেন। তারপর থেকেই বিভিন্ন সময় বিজয় মাল্যর মায়ের সঙ্গে দেখা গিয়েছে পিঙ্কিকে। তাঁরা দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। ২০১৬ সালে ব্যাঙ্ক জালিয়াতির খবর প্রকাশ্যে আসলে দুজনে মিলেই বিদেশে পালিয়ে যান। সেই দুঃসময়েও বিজয় মাল্যর পাশে সর্বক্ষণ থেকেছেন পিঙ্কি।
সম্প্রতি, এই জুটি তিন বছর একসঙ্গে থাকা সেলিব্রেট করেন ঘনিষ্ঠমহলে একটি পার্টি দিয়ে। তারপর থেকেই তাঁদের বিয়ের জল্পনা আরও জোড়ালো হয়েছে। তবে বিয়ের বিষয় দুপক্ষের তরফে কিছু না বলা হলেও, ঘনিষ্ঠমহল সূত্রে দাবি, শিগগিরই বিয়ে করছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)