পেশোয়ারে পৈত্রিক ভিটে দেখতে চেয়েছিলেন বিনোদ খন্না
পেশোয়ার: জীবিত অবস্থায় বহুবার নিজের পৈত্রিক ভিটে দর্শন করার জন্য পাকিস্তানে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিনোদ খন্না। কিন্তু, প্রয়াত বলিউড তারকার সেই ইচ্ছাপূরণ হয়নি।
২০১৪ সালে ভারতে বিনোদ খন্নার দেখা হয়েছিল পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক শাকিল ওয়াহিদুল্লার।
সেই ঘটনাকে স্মরণ করে এদিন শাকিল জানান, সেই সময় তিনি বিনোদ খন্নার স্বাক্ষর নিয়েছিলেন। স্বাক্ষরে অভিনেতা পেশোয়ারবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা লিখেছিলেন। পাশাপাশি, একবার পৈত্রিক শহরে যাওয়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন।
শাকিল বলেন, যেখানে তাঁর পূর্বপুরুষরা থাকতেন, খন্না পেশোয়ারে গিয়ে তা দেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এর জন্য তিনি আবেদনও করেছিলেন। যদিও তা সফল হয়নি। তিন যোগ করেন, শীঘ্রই প্রয়াত অভিনেতার স্মরণে পেশোয়ারে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিখ্যাত পাক চলচ্চিত্র ইতিহাসবিদ মহম্মদ ইব্রাহিম জিয়া বলেন, আজও বিনোদ খন্নার পৈত্রিক ভিটে একইরকম আছে। এখন তা ব্যবহার করছে অল পাকিস্তান উইমেন অ্যাসোসিয়েশন।
তিনি জানান, বিনোদ খন্নার বাবা মেহর চাঁদ পেশোয়ারের গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ১৯৪৬ সালের ৬ অক্টোবর পেশোয়ারে জন্মগ্রহণ করেন বিনোদ খন্না। ১৯৪৭ সালে গোট পরিবার ভারতে চলে আসে। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রয়াত হন এই বলিউড তারকা। বয়স হয়েছিল ৭০।