এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
চিড়িয়াখানার কর্মীকে দেখে জামাকাপড় কাচল শিম্পাঞ্জী, ভিডিও ভাইরাল
শিম্পাঞ্জী যে এমন করতে পারে, তা ভাবতেও পারেননি চিনের একটি চিড়িয়াখানার কর্মী। চিড়িয়াখানায় নিজের ডেরায় শিম্পাঞ্জীকে জামাকাপড় কাচতে দেখে চোখ কপালে উঠল তাঁর। ইউহুই নামে ১৮ বছরের ওই পুরুষ শিম্পাঞ্জীকে সাবান ও ব্রাস দিয়ে একটি সাদা টি-শার্ট কাচতে দেখা গেল।
নয়াদিল্লি: শিম্পাঞ্জী যে এমন করতে পারে, তা ভাবতেও পারেননি চিনের একটি চিড়িয়াখানার কর্মী। চিড়িয়াখানায় নিজের ডেরায় শিম্পাঞ্জীকে জামাকাপড় কাচতে দেখে চোখ কপালে উঠল তাঁর। ইউহুই নামে ১৮ বছরের ওই পুরুষ শিম্পাঞ্জীকে সাবান ও ব্রাশ দিয়ে একটি সাদা টি-শার্ট কাচতে দেখা গেল। ওই ঘটনা ক্যামেরাবন্দিও করলেন তিনি। দক্ষিণ-পশ্চিম চিনের চোংকুইং লেহে লেডু থিম পার্কে গত শুক্রবার ওই শিম্পাঞ্জীকে জামাকাপড় কাচতে দেখা যায়।
ইউহুইকে দেখভাল কাজে নিযুক্ত চিড়িয়াখানার কর্মী জু সংবাদমাধ্যমকে বলেছেন, বেসিনে তিনি যখন জামাকাপড় কাচেন, তখন খুব মনোযোগ সহকারে তা লক্ষ্য করে ওই শিম্পাঞ্জী। সেজন্য তিনি ওই শিম্পাঞ্জীর ডেরায় একটি টি-শার্ট, সাবান ও ব্রাশ রেখে আসেন। উদ্দেশ্য ছিল, শিম্পাঞ্জীটি কী করে তা দেখার।
জু বলেছেন, শিম্পাঞ্জীটিকে কোনও কিছু শেখানোর উদ্দেশ্য তাঁর ছিল না। কিন্তু আমার কাজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভাবছিলাম, ও কি নিজে থেকে এই কাজ করতে পারবে।
শিম্পাঞ্জীর জামাকাপড় কাচার এই ভিডিও অনলাইনে প্রচুর শেয়ার হয়েছে। ভিডিওতে শিম্পাঞ্জীটিকে ব্রাশে সাবান মাখিয়ে টি-শার্ট পরিষ্কার করতে দেখা গিয়েছে। তাকে টি-শার্টটিতে নিঙড়াতেও দেখা গিয়েছে।
এই ভিডিও দেখে অনেকেই বেশ মজা পেয়েছেন। এখনও পর্যন্ত চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন।
চিড়িয়াখানার এক মুখপাত্র বলেছেন. আসলে ইউহুই স্বভাব বেশ কৌতুলোদ্দীপক। কোনও কাজের নকল খুব ভালোভাবে করে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement