এক্সপ্লোর
মালিককে বাঁচাতে জলে ঝাঁপিয়ে হাঙরকে তাড়া কুকুরের, ভাইরাল হল ভিডিও
জানা গিয়েছে, কুকুরটি এক দম্পতির, যাঁরা ওই রিসর্টে কাজ করেন। ওই দম্পতি জানিয়েছেন, প্রায়শই হাঙর দেখলে তাড়া করে টিলি।

সিডনি: অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের একটি দ্বীপের অভিজাত রিসর্ট। পাশেই সমুদ্রের জলে ঘুরে বেড়াচ্ছে হাঙর। হাড় হিম করা যে দৃশ্য দেখে জলের কাছাকাছি যাওয়ার সাহস করবেন না কেউ। অথচ সেখানেই তোলপাড় ফেলল একটি কুকুর। মালিককে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে হাঙর তাড়া করল টিলি নামের সেই কুকুরটি। আর সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের অভিজাত রিসর্টের পাশে সমুদ্রে হাঙরটিকে দেখে রীতিমতো ঝাঁপিয়ে জলে নামে টিলি। তার তাড়া খেয়ে কোনওমতে পালিয়ে যেতে সক্ষম হয় হাঙরটি। জানা গিয়েছে, কুকুরটি এক দম্পতির, যাঁরা ওই রিসর্টে কাজ করেন। ওই দম্পতি জানিয়েছেন, প্রায়শই হাঙর দেখলে তাড়া করে টিলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















