Power Nap During Office Hours: কাজের চাপে ক্লান্ত? ঘুমের সময়-ঘরের ব্যবস্থা করছে কোম্পানিই!
হস্পতিবার (Thursday) এই টুইটে 'ঘুমের অধিকার' নিয়েও বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। সংস্থার তরফে কর্মচারীদের একটি ই-মেল করা হয়।
বেঙ্গালুরু: বসে বসে একটানা ডিউটি (Duty)। লাঞ্চব্রেকের (Lunch Break) পর ঢুলু ঢুলু চোখেই রাশি রাশি কাজের তদারকি। বসের বকবক আর অ্যাপ্রাইজালের (Apprisal) চিন্তা। সবমিলিয়ে কর্পোরেটের জাঁতাকলে ঘুমের দফারফা হওয়ার অভিযোগ কমবেশি সকলেরই। এরকম অবস্থায় বেঙ্গালুরুর এই কোম্পানির নয়া নিয়ম কার্যত হইচই ফেলেছে সোশাল মিডিয়ায়। কী সেই নিয়ম
সম্প্রতি বেঙ্গালুরুর (Bengaluru) এই স্টার্ট-আপ কোম্পানিটি (Start-Up) টুইটারে একটি পোস্ট দেয়। সেখানেই সংস্থাটি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, প্রত্যেক কর্মচারিকে অফিস চলাকালীন সময়েই পাওয়ার ন্যাপ (Power Nap) নেওয়ার জন্য ৩০ মিনিটের বিরতি দেওয়া হবে। বৃহস্পতিবার (Thursday) এই টুইটে 'ঘুমের অধিকার' নিয়েও বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। সংস্থার তরফে কর্মচারীদের একটি ই-মেল করা হয়। সেখানে বলা হয়, দুপুর ২টো থেকে আড়াইটে পর্যন্ত বিশ্রাম করতে খানিকটা ঘুমিয়ে নিতে পারবেন তাঁরা।
ই-মেলে (E-mail) কী লেখা হয়েছিল, 'আমরা বিগত ছয় বছরেরও বেশি সময় ধরে ঘুম নিয়ে ব্যবসা করছি। তবে এখনও বিশ্রামের একটি গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ বিকেলের ঘুমের প্রতি সুবিচার করতে ব্যর্থ। আমরা সবসময় ঘুমকে গুরুত্ব সহকারে নিয়েছি, কিন্তু আজ থেকে আমরা এটিকে নিয়ে আরও এক ধাপ এগিয়ে ভাবব ।' ই-মেলটিতে (E-mail) আরও লেখা হয়েছে, নাসার (NASA) একটি গবেষণায় দেখা গিয়েছে ২৬ মিনিটের ঘুম কাজের দক্ষতাকে ৩৩ শতাংশ বাড়িয়ে দেয় ।'
আরও পড়ুন: Viral News: শেষকৃত্যে কফিনের ভিতর থেকে টোকা, কবরে যাওয়ার আগে বেঁচে উঠলেন মহিলা, তার পর...
আরও পড়ুন: Viral Video: বেলুনের মধ্যে মালা বদল, বর-কনের 'অভিনব বিয়ে' ভাইরাল
টুইটারে (Twitter) সংস্থাটি জানিয়েছে, প্রতিদিন দুপুর ২টো থেকে ২.৩০ পর্যন্ত কর্মচারীরা ঘুমাতে পারবেন। এই সময়ে কাজের কোনও হিসেব নেওয়া হবে না। শুধু তাই নয়, কর্মচারীদের ঘুমের জন্য আরামদায়ক ব্যবস্থাও করা হয়েছে কোম্পানির তরফে। জানানো হয়েছে, ঘুমের জন্য নিরিবিলি ঘরও দেওয়া হবে।