AI-Generated Pics: দুবাইয়ের রাস্তায় ইফতার বিকোচ্ছেন রোনাল্ডো-বেকহ্যাম! সঙ্গে একাধিক হলিউড তারকা
AI Technology: দুবাইয়ের রাস্তায় রমজানের ইফতার বিকোচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বেকহ্যামের মতো তারকারা! এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়।
![AI-Generated Pics: দুবাইয়ের রাস্তায় ইফতার বিকোচ্ছেন রোনাল্ডো-বেকহ্যাম! সঙ্গে একাধিক হলিউড তারকা AI-Generated Pics Show In Dubai Celebrities Preparing And Serving Ramadan Iftar In Dubai AI-Generated Pics: দুবাইয়ের রাস্তায় ইফতার বিকোচ্ছেন রোনাল্ডো-বেকহ্যাম! সঙ্গে একাধিক হলিউড তারকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/a9e3538848182859de76b9a14e679ca71681999534273223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে আজকের দুনিয়ায় যে সব সম্ভব তা বুঝিয়ে দিচ্ছে কলাকুশলীদের নতুন নতুন চিন্তাভাবনা এবং সেই সকল ক্রিয়েশন। সম্প্রতি যেমন দেখা গেল দুবাইয়ের রাস্তায় রমজানের ইফতার বিকোচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বেকহ্যামের মতো তারকারা! এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়। সকলেই প্রথমে প্রশ্ন ছুঁড়েছেন এ কী সত্যি না বানানো?
তবে শুধু রোনাল্ডোরাই নন, দুবাইয়ের রাস্তায় দেখা মিলল ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, মেসি, এমা ওয়াটসন, উইল স্মিত, টম ক্রুজদেরও। কেউ হাতে রমজানের লাইট, কেউ আবার বাজার ঘুরতে বেরিয়েছেন। এই দৃশ্য দেখে তো সকলেরই তাক লাগার অবস্থা। নাহ! এটি আদতেই সত্যিকারের দৃশ্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বানান হয়েছে এই ছবিগুলি।
এই আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা যা দেখতে চাই বা যেমনটা ভাবতে চাই সেটা পর্দায় তুলে ধরা সম্ভব। ঠিক এই কাজটাই করেছেন আর্টিস্ট জ্যো জন মুলার। তিনি দেখিয়েছেন দুবাইয়ের এক বাজারের ছবি। রমজান মাসে এই বাজার সবসময় জমজমাট। তাঁর ভাবনায় যদি এই বাজারে সিআর সেভেন খাবার বেচতেন, মেসি কিনতেন লাইট, বাজার করতে আসতেন বারাক ওবামা কিংবা ট্রাম্প, ফলের বাজারে ঘুরে বেড়াতেন টম ক্রুজ, জনি ডেপ, পোপ ফ্রান্সিসরা, তাহলে কেমন হত?
এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'ধরা যাক, আমি যখন দুবাইয়ের রমজান ফুড স্ট্রিট দিয়ে ঘুরছিলাম, তখন আমি একদল শেফ এবং ওয়েটারের সঙ্গে কথা বলছিলাম যারা সেলিব্রিটিদের মতো দেখতে ছিল। তারা আদতে স্বেচ্ছাসেবক। পবিত্র রমজান মাসে গরিবদের জন্য রান্না এবং খাবার পরিবেশন করছিলেন। তাদের উদারতা দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমি খাদ্য অপচয় না করার এবং অভাবীদের সাহায্য করার বার্তা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উদ্বৃত্ত খাদ্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের দান করি।'
ছবিতে দেখা যাচ্ছে, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো অ্যাপ্রন পরিহিত, পোপ ফ্রান্সিসকে খাবারের তদারকি করছেন, খাবার প্রস্তুত করছেন ডেভিড বেকহ্যাম, এমা ওয়াটসন, উইল স্মিথ এবং কিয়ানু রিভসের মতো সেলিব্রেটিরা।
আরও পড়ুন, গোটা বিমানে তিনি একাই! মাত্র ১৩ হাজারেই বিরল অভিজ্ঞতা নিয়ে সফর সারলেন যাত্রী
নিঃসন্দেহে এই ছবি অতি-বাস্তববাদী। কিন্তু শিল্পীর কল্পনা মন্ত্রমুগ্ধের মতো দেখছেন সকলেই। তবে এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পী গোকুল পিল্লাই ইনস্টাগ্রামে সাতটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখানো হয়েছিল, কোটিপতিরা বস্তিতে থাকলে কেমন দেখতে হবে ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)