Viral News: জাপটে ধরল অ্যানাকোন্ডা! প্রাণ বাঁচাতে জীবন ভিক্ষা! হল না শেষরক্ষা!
Snake Viral Video: ভাইরাল ভিডিওতে দেখা যায়, অ্যানাকোন্ডার খপ্পরে পড়েছে একটি কুমির। শক্তিতে সে-ও কম কিছু নয়।

নয়া দিল্লি: একদিকে বিশ্বের বৃহত্তম ‘নির্বিষ দানব’ সাপ, আরেকদিকে জলের ভয়ঙ্কর প্রাণী, নির্বিষ, হিংস্রতায় কম যায় না। এই দুইয়ের লড়াইয়ে শেষমেশ হার স্বীকার করতে হল একজনকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে যে দৃশ্য ভাইরাল হয়েছে, তা দেখে শিহরণ জাগে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অ্যানাকোন্ডার খপ্পরে পড়েছে একটি কুমির। শক্তিতে সে-ও কম কিছু নয়। কিন্তু সাপের কাছে যেন নির্লিপ্ত হয়ে পড়ছে সে। জঙ্গলের জীবন খুবই নির্মম যে কোনও প্রাণীকূলের কাছে। জঙ্গলে যত বড় শিকারীই হোক না কেন, একদিন সেও শিকারের শিকার হয়। কুমিরটিকে জড়িয়ে ধরে এত শক্ত করে ধরেছিল যে তার পাঁজর ভেঙে গিয়েছিল। ভিডিওতে কুমিরটিকে জোরে চিৎকার করতে দেখা যাচ্ছে, যা স্পষ্টভাবে দেখায় যে সে যেন অ্যানাকোন্ডার কাছে তার জীবন ভিক্ষা করছে।
যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিওটি zarnab.lashaari নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে যা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, আবার অনেকেই ভিডিওটি লাইকও করেছেন।
View this post on Instagram
প্রজাতিগত বিবেচনায় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির সাপের নাম অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডার কয়েকটি উপপ্রজাতি রয়েছে। এসব উপপ্রজাতির মধ্যে এতদিন আকার-ওজনে সবচেয়ে বড় বলে গণ্য করা হতো সাউদার্ন গ্রিন অ্যানাকোন্ডাকে। অ্যানাকোন্ডা নির্বিষ প্রজাতির সাপ। এই সাপটির সবচেয়ে বড় অস্ত্র এটির শক্তিশালী দেহ এবং চাপ। শিকার ধরার পর প্রথমে এটি কয়েলের মতো জড়িয়ে ধরে সেটিকে, তারপর দেয় ভয়াবহ শক্তিশালী চাপ। সেই চাপেই শিকারের হাড়-গোড় ভেঙে অভ্যন্তরীণ সব অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যায়। তারপর শিকারকে গিলে খায় সাপটি।
এর আগে একবার পল রোসোলি একটি রিয়েলিটি শোয়ের জন্য অ্যানাকোন্ডার গ্রাসের মধ্যে নিজেকে ফেলেছিলেন। ডিসকভারি চ্যানেলের ইটেন অ্যালাইভ-এর একটি পর্বের জন্য এই দৈত্যাকার সাপের গ্রাস হতে রাজি হয়েছিলেন। পল জানিয়েছিলেন যে এটি ভয়ঙ্কর ছিল। মুহূর্তটা ভয়ঙ্কর ছিল। নিজের বেঁচে ফেরার বিষয়ে কথা বলতে গিয়ে, তিনি আরও বলেছেন যে মুহূর্তটি ভীতিজনক।






















