Virus Outbreak: বার্গার খেয়ে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত বহু, ক্ষোভের মুখে জনপ্রিয় ব্র্যান্ড
McDonalds Burger: আমেরিকায় বহু মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হ্যামবার্গার খেয়ে। আর এই হ্যামবার্গার কোনও স্থানীয় ব্র্যান্ডের নয়, বরং বিশ্বজোড়া সুনাম যে ব্র্যান্ডের সেই ম্যাকডোনাল্ডের।
McDonalds Burger: ভারতের মানুষজন এখন ব্যাপকভাবে ফাস্টফুডের দিকে আকৃষ্ট হয়ে পড়েছে। বিগত কয়েক বছরে ফাস্টফুড খাওয়া মানুষের সংখ্যা বহুগুণে বেড়েছে। পিৎজা, চাউমিন, মোমো এবং বার্গার ইত্যাদি খাবার দারুণভাবে পছন্দ করছে মানুষজন। এই ধরনের খাবারের বিক্রিও (McDonalds Burger) বেড়েছে দ্বিগুণ হারী। স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ফাস্টফুড খাওয়া। এতে ক্যালরি প্রচুর থাকলেও পুষ্টিগুণ খুবই কম থাকে। সম্প্রতি জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ম্যাকডোনাল্ডের বার্গার খেয়ে আমেরিকার অনেকগুলি এলাকায় বহু মানুষ প্রাণঘাতী ই কোলাই ভাইরাসে (Virus Outbreak) আক্রান্ত হয়ে পড়েছেন।
শরীরে ফ্যাট হু হু করে বাড়িয়ে দেয় এই ফাস্টফুড, বেড়ে যায় কোলেস্টেরলও। এছাড়া আরো অনেক রোগ ব্যাধি দেখা দিতে পারে। মার্কিন মুলুকে সম্প্রতি ৪৯ জন ব্যক্তি বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আর এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে মানুষজন সেই জনপ্রিয় ব্র্যান্ডের উপর ক্ষোভ প্রকাশ করছেন।
আমেরিকায় বার্গার খেয়ে ছড়াল ভাইরাস
ফাস্টফুড যারা ভালবাসেন তাদের জন্য একটি বড় দুঃসংবাদ। এমন ঘটনায় রাতের ঘুম উড়ে যেতে পারে। আমেরিকায় বহু মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হ্যামবার্গার খেয়ে। আর এই হ্যামবার্গার কোনও স্থানীয় ব্র্যান্ডের নয়, বরং বিশ্বজোড়া সুনাম যে ব্র্যান্ডের সেই ম্যাকডোনাল্ডের। আমেরিকার ১০টি রাজ্যে এই ভাইরাসের আক্রমণ বিস্তার লাভ করেছে। কলোরাডো ও নেব্রাস্কায় বহু মানুষ আক্রান্ত হয়েছেন। হ্যামবার্গারের মধ্যে ছিল ই কোলাই ভাইরাস। ৫০ জন মানুষকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছে। এমনকী এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে এই হ্যামবার্গার খেয়ে। সমাজমাধ্যমে এই সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন সেই দেশের মানুষ।
বহু মানুষ ক্ষুব্ধ
ম্যাকডোনাল্ডসের হ্যামবার্গারে ই কোলাই ভাইরাস থাকার কারণে সাম্প্রতিক সময়ে এই সংস্থা তাঁর সমস্ত আউটলেটের মেনু থেকে বার্গার বাদ দিয়ে দিয়েছে। সংস্থা জানিয়েছে গ্রাহকদের সুস্থ রাখতে নিরাপদ খাবার দেবার দায়িত্ব পালন করবে তারা। কিন্তু মানুষজন গুরুতরভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে এবং একজনের মৃত্যুর পরে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা।
কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ম্যাকডোনাল্ডের আউটলেটে গিয়েছিলেন। আর সেখানে কিছু মানুষকে বিনামূল্যে খাবার দেওয়াও হয়েছিল তাঁর তত্ত্বাবধানে। এখন এই ভাইরাস আক্রমণের আবহে সমাজমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও চলছে তুমুল বিদ্রুপের ঝড়।
আরও পড়ুন: Cyclone Dana: ঘূর্ণিঝড়ে প্রাণের ঝুঁকি নিয়ে আহত রোগীকে বাঁচালেন অ্যাম্বুলেন্স চালক, মিলল পুরস্কার