Dolly Chaiwala: চা বানিয়ে খাইয়েছিলেন বিল গেটসকে, আজ বুর্জ খলিফায় বসে কফি খাচ্ছেন ডলি চায়েওয়ালা
Viral Video: বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে বসে কফি পান করার ইচ্ছে ছিল তাঁর, অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ডলির।
নয়া দিল্লি: সম্প্রতি মাইক্রোসফট (Microsoft) প্রতিষ্ঠাতা বিল গেটসকে (Bill Gates) 'না চিনে' চা খাইয়ে রাতারাতি সোশাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয় হয়ে ওঠেন নাগপুরের (Nagpur) চা বিক্রেতা (Tea Seller) ডলি চায়েওয়ালা (Dolly Chaiwala)। একসময় ঠেলায় চা বিক্রি করতেন ডলি, আজ তিনিই দুবাইয়ের (Dubai) বুর্জ খলিফায় (Burj Khalifa) বসে কফি পান করছেন। এই ভিডিওটিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে।
বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে বসে কফি পান করার ইচ্ছে ছিল তাঁর, অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ডলির। বুর্জ খলিফায় বসে তাঁর সময় কাটানোর ভিডিও পোস্ট করেছেন তিনি সোশাল মিডিয়ায়। যা ভাইরাল হয়েছে মুহূর্তেই।
সেই ভিডিওতে দেখা যাচ্চে, একটি দামি গাড়ি থাকে বুর্জ খলিফার সামনে নামেন ডলি চায়েওয়ালা। এরপর তাঁকে সেখানে স্বাগত জানান দুবাইয়ের দুই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার 'বড়ে ভাই ছোটে ভাই'। এরপর ডলিকে নিয়ে তাঁরা দুবাইয়ের এই আইকনিক বিল্ডিংয়ের ১৪৮ তলায় যান। সেখান থেকে মরুশহরের অসামান্য দৃশ্যও উপভোগ করেন ডলি।
ভিডিওটিতে ইতিমধ্যেই ১৩ মিলিয়ন ভিউজ হয়েছে। ডলি চায়েওয়ালা পোস্টে লেখেন, 'এক কাপ কফি খাওয়ার জন্য বুর্জ খলিফার উপরে গিয়েছি'। ডলির সঙ্গে কফি টাইম ভাগ করে নিয়েছেন দুবাইয়ের ওই দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও।
View this post on Instagram
আরও পড়ুন, বাবা সাফাই কর্মী, আর্থিক সঙ্কট দূরে ঠেলে প্রথম চেষ্টাতেই UPSC-তে নজির মেয়ের
প্রসঙ্গত, ডলি চায়েওয়ালা হলেন নাগপুরের একজন চা বিক্রেতা। তিনি এক অদ্ভুত কায়দায় চা তৈরি করেন এবং বিক্রি করেন। নিজের চা বানানোর কায়দার প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এই ধরনটা আয়ত্ত করেছি। দক্ষিণী ছবির থেকে ভাবনাটা ধার করেছি। আমি খুব দক্ষিণী ছবি দেখি।' তার কথায়, 'আমি সবাইকে হাসিমুখে আমার বানানো চা খাওয়াতে চাই। আর তাঁদের থেকে সেই একই হাসিমুখ ফেরত চাই।'
সম্প্রতি বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়েওয়ালার দোকান থেকে চা খেয়েছেন বিল গেটস। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। এবার সেই অভিজ্ঞতার বিষয়ে কথা বললেন ডলি। ডলি চায়েওয়ালা জানান তিনি জানতেনই না সেই ব্যক্তি বিল গেটস বা তিনি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। আর সেদিন না চিনেই তাঁকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা।
View this post on Instagram
তিনি আরও বলেন, 'আমাদের একদমই কথা হয়নি। উনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন। আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর তিনি আমার বানানো চা খেয়ে বলেন, 'বাহ দারুণ, ডলির চা।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে