Friendship Marriage: প্রেম নেই, যৌনতা নেই- তারপরেও একসঙ্গে থাকা ! জাপানিদের এই 'বন্ধুত্বের বিবাহ' আসলে কী ?
Japan Relationship Trend: এই ফ্রেন্ডশিপ ম্যারেজ এমন এক ধরনের বিবাহ পদ্ধতি যেখানে আইনিভাবেই স্বামী স্ত্রী একত্রে থাকবেন এবং তাঁদের সম্মতিতে অন্য মানুষের সঙ্গেও তাঁরা সম্পর্কে যেতে পারবেন।
Japanese Friendship Marriage: সম্প্রতি কিছুদিন ধরে জাপানের মানুষদের কাছে একটা অদ্ভুত ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠেছে এর নাম দেওয়া হয়েছে 'বন্ধুত্বের বিবাহ' বা ফ্রেন্ডশিপ ম্যারেজ। সমকামী হোক বা যৌন আকর্ষণহীন কোনও ব্যক্তি, সকলের মধ্যেই এই ট্রেন্ডটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই অদ্ভুত সম্পর্কে দুটি মানুষ না প্রেমে পড়ে, না যৌনতায় (Japanese Friendship Marriage) আবদ্ধ হয়, অথচ তাঁরা দুজন একই ছাদের নিচে বাস করে এবং একেই বলা হচ্ছে ফ্রেন্ডশিপ ম্যারেজ। দেশের যুব সমাজের মধ্যে এই প্রেম-যৌনতাহীন একত্রবাসের রীতি ধীরে ধীরে প্রচলিত বিবাহের রীতির বিরুদ্ধে জনপ্রিয় হয়ে উঠছে। নিজেদের মূল্যবোধ ও আগ্রহের বিষয়গুলিই কেবলমাত্র আদানপ্রদানের মধ্য দিয়ে এই সম্পর্ক গড়ে ওঠে।
এই ফ্রেন্ডশিপ ম্যারেজ (Japanese Friendship Marriage) এমন এক ধরনের বিবাহ পদ্ধতি যেখানে আইনিভাবেই স্বামী স্ত্রী হিসেবে নিবন্ধিত হবেন দম্পতি। তাঁরা একত্রে থাকবেন, এক ছাদের নিচেই থাকবেন এবং এমনকী তাঁদের সম্মতিতে অন্য মানুষের সঙ্গেও তাঁরা সম্পর্কে যেতে পারবেন। কৃত্রিমভাবে সন্তান নেওয়ার কথাও নিজেরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে এই যুগল। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমকে একজন জানিয়েছেন যে এই ফ্রেন্ডশিপ ম্যারেজ হল সমতুল আগ্রহ ও মূল্যবোধের একজন রুমমেট খুঁজে নেওয়ার মত। এই ব্যক্তি নিজেও তিন বছর ধরে এই ফ্রেন্ডশিপ ম্যারেজে আবদ্ধ হয়েছেন।
আবার অন্য একজন এই সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি জানতেন তিনি আদপেই কারও প্রেমিকা হওয়ার যোগ্য নন, তার প্রয়োজন ছিল এমন একজন মানুষের (Japanese Friendship Marriage) যিনি তাঁর সঙ্গে একই ধরনের কাজ করবেন, কথা বলবেন, হাসি-ঠাট্টা করবেন। এই বিয়ের ক্ষেত্রে দুটি মানুষ দেখা করেন, নিজেদের পছন্দ অপছন্দের বিষয়গুলি আলোচনা করে বুঝতে পারেন এবং তারপর নিজেরা বিয়ে করে একসঙ্গে থাকতে শুরু করেন। এমনকী এই দম্পতি ঘরের ছোটখাটো সাংসারিক বিষয় নিয়েও আলোচনা করেন। দেখা গিয়েছে সমীক্ষায় যে ৮০ শতাংশ দম্পতি এই ফ্রেন্ডশিপ ম্যারেজে সুখে জীবন কাটাচ্ছেন।
কালারাস নামের একটি সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে যে, বেশিরভাগ ক্ষেত্রে গড়ে ৩২ বছর বয়সী, গড় আয়ের থেকে বেশি আয় আছে এমন মানুষেরাই বেশি ফ্রেন্ডশিপ ম্যারেজে আবদ্ধ হচ্ছেন। এই বিবাহের নতুন রীতি আবার সমকামীদের মধ্যেও খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
আরও পড়ুন: Anand Mahindra: আকাশে উড়বে ট্যাক্সি ! প্রকাশ্যে এল ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সির ঝলক