General Knowledge Story: ট্রেন হোক বা বাস, এক পয়সাও লাগে না চড়তে ! বিনা পয়সায় ঘুরতে পারেন এইসব দেশে
Free Transport: জানেন কি সেইসব দেশের নাম যেখানে ট্রেন-বাসে চড়তে পয়সা লাগে না, বিনামূল্যে ভ্রমণ করা যায় ? সেখানেই গিয়ে থাকবেন ভাবছেন ? যাতায়াতে রোজ যে কত টাকা বেরিয়ে যায়, সেটুকু বেঁচে যাবে অন্তত !
Free Transport: ভাবুন তো, কলকাতা শহরে আপনি কোথাও যাওয়ার জন্য বাসে উঠেছেন অথচ টিকিট কাটেননি, কন্ডাক্টর কি ছেড়ে কথা বলবে ? কিংবা ট্রেনে টিকিট ছাড়াই দূরভ্রমণ করছেন, ধরা পড়লে জরিমানা থেকে হাজতবাসও হতে পারে। কিন্তু এমনও দেশ আছে পৃথিবীতে যেখানে বাস-ট্রেন কোথাও কোনও পয়সা দিতে হয় না নাগরিককে। জানেন কি সেইসব দেশের (Country with Free Transport) নাম যেখানে ট্রেন-বাসে চড়তে পয়সা লাগে না, বিনামূল্যে ভ্রমণ করা যায় ? সেখানেই গিয়ে থাকবেন ভাবছেন ? যাতায়াতে রোজ যে কত টাকা বেরিয়ে যায়, সেটুকু বেঁচে যাবে অন্তত ! চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর এমন কিছু আজব দেশের নাম যেখানে গণপরিবহন সম্পূর্ণ নিখরচায় হয়।
এই তালিকায় প্রথমেই আছে লুক্সেমবার্গের নাম। এটিই বিশ্বের প্রথম দেশ যেখানে গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে। ২০২০ সালে এখানে প্রথম গণপরিবহনে যাতায়াতে টিকিট ব্যবস্থা তুলে দেওয়া হয়। এখানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মানুষ বাস করেন, ৪ লক্ষ মানুষ এখানে রোজ কাজের সূত্রে যাতায়াত করেন। ২০১৬ সালের একটা সমীক্ষায় দেখা গিয়েছে এখানকার ড্রাইভারেরা ট্রাফিক জ্যামের কারণে লুক্সেমবার্গে ৩৩ ঘণ্টা সময় ব্যয় করেছেন। ইউরোপের ছোট্ট একটা দেশ (Country with Free Transport) এই লুক্সেমবার্গে কেবলমাত্র ফার্স্ট ক্লাস ট্রেন ছাড়া পাবলিক ট্রাম, ট্রেন কিংবা বাসে চড়তে গেলে কোনও পয়সা দিতে হয় না। আর সেই কারণে এই দেশে ক্রমে ক্রমে পর্যটকদের আনাগোনাও বেড়েছে।
মূলত বিশ্ব উষ্ণায়ন কমাতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হয়। লুক্সেমবার্গের আগে এস্টোনিয়ার রাজধানী তালিনে প্রথম বিনামূল্যে গণপরিবহন চালু করা হয়েছিল। তবে তালিন কোনও দেশ নয়, দেশ হিসেবে লুক্সেমবার্গই প্রথম এ ব্যাপারে। তালিন শহরে ৪ লাখ ২০ হাজার মানুষ বাস করেন, ২০১৩ সালে প্রথম সেই শহরে (Country with Free Transport) বাস, ট্রেন কিংবা ট্রামের টিকিট বিনামূল্যে করে দেওয়া হয়। আর সমীক্ষায় দেখা গিয়েছে ২০১২ সালে যেখানে তালিনের ৫৫ শতাংশ মানুষ বাসে-ট্রামে যাতায়াত করতেন, সেখানে ২০১৩ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশে। তালিনের ফলাফল লক্ষ্য করে এস্টোনিয়ার প্রেসিডেন্ট পুরো দেশেই এই বিনামূল্যে গণপরিবহনের ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্পূর্ণরূপে কার্যকর করা যায়নি।
তবে পৃথিবীজুড়ে কিছু কিছু শহরে (Country with Free Transport) আজও গণপরিবহন সম্পূর্ণ নিখরচায় করা যায়। এদের মধ্যে রয়েছে রোমানিয়ার ক্লুজ-নাপোকা, ফ্রান্সের অউবাগনে, ডানকির্ক, সুইডেনের আভেস্টা ইত্যাদি শহর। উত্তর ফ্রান্সের ডানকির্ক শহরে ২০১৮ সাল থেকেই বাসে যাতায়াতে কোনও পয়সা লাগে না ওখানকার বাসিন্দাদের। প্রত্যেক ১০ মিনিটে বাস পাওয়া যায় সেই শহরে, বাসগুলি ফ্রান্স থেকে বেলজিয়ামে গেলেও পয়সা দিতে হয় না কাউকে। আবার ফ্রান্সেরই অউবাগনে শহরে বিশ্বের প্রথম সম্পূর্ণ বিনামূল্যের ট্রাম পরিষেবা চালু হয়েছে। এখানে ট্রামে চড়ে যেখানে খুশি যান, কোনও টাক দিতে হবে না আপনাকে। ২০১২ সাল থেকে সুইডেনের আভেস্টা শহরে চালু হয়েছে ফ্রি-বাস সার্ভিস। মূলত পরিবেশবান্ধব শহর, দেশ গড়ে তোলার লক্ষ্যেই এই বিনামূল্যের গণপরিবহনের ব্যবস্থা চালু হয়েছে নানা দেশে, নানা শহরে।
আরও পড়ুন: Pyramid Mystery: পিরামিড তৈরির পিছনে সত্যিই কি ভিনগ্রহীদের হাত? কোথায় রহস্য?