Viral News: প্যারাশুটের দড়ি ছিঁড়ে সোজা খাদে, হিমাচলে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু ১৯ বছরের তরুণীর
Paragliding Accident: গত শনিবার বিকেলে হিমাচলের ধরমশালায় ইন্দুরনাগ প্যারাগ্লাইডিং সেন্টার থেকে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তরুণী। জানা গিয়েছে মৃতের নাম ভাস্বর খুশি।

Himachal Pradesh: হিমাচলের ধরমশালায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে প্রাণ গেল ১৯ বছর বয়সী তরুণীর। গত শনিবার বিকেলে হিমাচলের ধরমশালায় ইন্দুরনাগ প্যারাগ্লাইডিং সেন্টার থেকে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তরুণী। জানা গিয়েছে (Himachal Pradesh News) তার নাম ভাস্বর খুশি, তিনি গুজরাতের বাসিন্দা ছিলেন। প্যারাশুট (Paragliding Accident) টেক অফের সময়েই তিনি পড়ে যান এবং তার পাইলটও পরে যান, তবে তিনি নিজেকে বাঁচিয়ে নেন। আহত হয়েছেন তিনি। শনিবার বিকেল ৫টার সময় ঘটেছে এই দুর্ঘটনা। ধরমশালায় নিজের পরিবারের সঙ্গে এসেছিলেন সেই তরুণী।
এর ঠিক আগের দিনই কুলুতে প্যারাগ্লাইডিংয়ের সময় তামিলনাড়ুর এক পর্যটকের মৃত্যু হয়েছে। উড়ানের পরে অন্য একটি প্যারাশুটের সঙ্গে ধাক্কা লেগে ঘটেছিল এই দুর্ঘটনা। আর এর ঠিক পরের দিনই প্যারাগ্লাইডিংয়ে মারা গেল এই ১৯ বছরের তরুণী। এর আগে ৯ জানুয়ারি একইভাবে প্যারাশুটের ধাক্কা লেগে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের এক পর্যটক।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধরমশালার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই গুজরাতের ভাস্বর খুশি মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরিত করা হয়েছে, ময়নাতদন্তও করা হয়েছে তার। কাংরা জেলার এএসপি বীর বাহাদুর জানিয়েছেন, 'ধরমশালা থানার অধীনে ইন্দুরনাগ প্যারাগ্লাইডিং সেন্টারে এই দুর্ঘটনা ঘটেছে, প্যারাগ্লাইডিংয়ের সময় সেই পর্যটক হঠাৎ করেই পড়ে যান, ১০০ মিটার নিচে ছিটকে পড়েন তিনি। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এই স্পটে উপস্থিত সকল প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়া হয়েছে'।
বিগত ২ বছরে বিদেশি পর্যটক সহ ভারতের প্রায় ১২ জন প্যারাগ্লাইডারের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। আর এই ঘটনায় প্যারাগ্লাইডিংয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। গত বছ অক্টোবর মাসে বীর বিলিং থেকে উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে অন্য প্যারাগ্লাইডারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বেলজিয়ামের এক পর্যটক।
আরও পড়ুন: Maha Kumbh 2025: মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে কুম্ভমেলাকে ? স্যাটেলাইটের ছবি প্রকাশ্যে আনল ইসরো
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
