(Source: ECI/ABP News/ABP Majha)
Optical Illusion: বরফের মধ্যে ঠিক কতগুলি ঘোড়া রয়েছে? সঠিক উত্তর দিতে পারছেন আপনি?
Optical Illusion Picture: এই ধরনের অপটিকাল ইলিউশন কিন্তু বাস্তবে থাকে না। এগুলি সবটাই বানানো হয়ে থাকে।
কলকাতা: ইন্টারনেটে (Internet) এখন অপটিকাল ইলিউশন (Optical Illusion) অত্যন্ত জনপ্রিয় বিষয়। সময় এলেই সকলেই ছবির ধাঁধার উত্তর খুঁজতে বসে যান। গবেষকরা বলছেন, এর প্রভাব কিন্তু আদতে ভালই। এই অপটিকাল ইলিউশন দেখলে চোখ ও মাথা দুইই ভাল থাকে। নিজের কর্মক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। তবে এই ধরনের অপটিকাল ইলিউশন কিন্তু বাস্তবে থাকে না। এগুলি সবটাই বানানো হয়ে থাকে। একাধিকের ওপর এই সমীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ১ শতাংশ সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন।
এই অপটিকাল ইলিউশন নিয়ে একটি চ্যালেঞ্জও জানান হয়েছে। বলা হয়েছে ৪০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে ছবিতে ঠিক কতগুলি ঘোড়া রয়েছে। আর এই চ্যালেঞ্জের উত্তর দিতে রীতিমতো বেগ পেতে রয়েছে নেটিজেনদের। টিকটকার লেক্সি নাতোলি এই ছবিটি শেয়ার করেছেন। যেখানে তুষারে ঢাকা পাহাড়ে অনেকগুলি ঘোড়া রয়েছে। লেক্সির মতে, মাত্র এক শতাংশ মানুষ এই ছবিতে প্রাণীদের সঠিক সংখ্যা উত্তর দিতে পেরেছেন।
আরও পড়ুন, এই ছবিতে নানা রঙের বৃত্ত দেখছেন? সঠিক উত্তর দিতে হিমশিম খাচ্ছেন অনেকেই
লেক্সি বেভ ডুলিটলের শিল্পের মাধ্যমে ইউজারদের এই চ্যালেঞ্জটি দিয়েছে। লেক্সির মতে, এই ছবিতে মোট ৭ টি ঘোড়া রয়েছে। যদিও তিনি বলেছিলেন যে মানুষ মাত্র ৪ থেকে ৫টি ঘোড়া খুঁজে পেয়েছে। ফটোটি যথেষ্টই বিভ্রান্তিকর এবং এক নজরে প্রাথমিকভাবে শুধুমাত্র ৪ থেকে ৫টি ঘোড়া দেখা যাচ্ছে। লেক্সির দাবিটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের একজন বিশেষজ্ঞ এই ছবিটি বানাতে দাবি করেন।
নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞরা বলেন, আমাদের মস্কিষ্কে যে অপূর্ণ বাস্তবতার নকশা তৈরি হয় তাই-ই হল অপটিকাল ইলিউশন। বলা হয় যে দেখা মানে বিশ্বাস করা, কিন্তু আসলে, আপনি যা দেখেন এবং আপনি যা দেখছেন তা ভিন্ন জিনিস। অপটিক্যাল বিভ্রম এর জন্য দায়ী।