Viral Video: সমুদ্র সফরে সিংহ, গুজরাত উপকূলে ঘুরে বেড়াচ্ছেন বনের রাজা
Viral News: ছবিটিতে দেখা যাচ্ছে, সিংহটি আপাতদৃষ্টিতে আরব সাগরের প্রশান্ত ঢেউ উপভোগ করছে।
কলকাতা: সম্প্রতি গুজরাত উপকূলে এমন এক দৃশ্য দেখা গিয়েছে যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সোশাল মিডিয়ার। প্রকৃতিপ্রেমী এবং চলচ্চিত্র প্রেমীদের কল্পনা যেন বাস্তবে ধরা দিয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার পারভীন কাসওয়ান একটি পোস্ট শেয়ার করেছেন যেটিতে গুজরাটের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহ।
সেই ছবি যেন এক অদ্ভূত গল্প বলে চলেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, সিংহটি আপাতদৃষ্টিতে আরব সাগরের প্রশান্ত ঢেউ উপভোগ করছে। এ দৃশ্যটি যেন "দ্য ক্রনিকলস অফ নার্নিয়া: দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব" চলচ্চিত্রের আইকনিক সিনেমাটিক মুহূর্তটি মনে পড়ায়। যা কল্পকাহিনীর মধ্যে একটি সমান্তরাল মুহূর্ত এবং পরাবাস্তবতা তৈরি করেছে।
কাসওয়ান তার ক্যাপশনে লিখেছেন, "যখন #Narnia বাস্তব দেখায়। গুজরাট উপকূলে আরব সাগরের জোয়ার উপভোগ করতে একজন সিংহ রাজা ফ্রেমে বন্দী। সৌজন্যে: CCF, জুনাগঢ়।" বিশাল সমুদ্রের পটভূমিতে এই প্রাণীটির দাঁড়িয়ে থাকা বিশ্বের অন্যতম শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের যেন এক জীবন্ত প্রমাণ।
আরও পড়ুন, হাতে গ্লাভস পরে নোংরা পরিষ্কার, 'সুস্থ থাকতে' ঝাঁটা হাতে সাফাই অভিযান মোদির
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলীয় এলাকায় এখন ১০০টির বেশি সিংহের বসবাস । গুজরাটের গির বনাঞ্চল হচ্ছে এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাস। রাজ্যের বন বিভাগের হিসাব অনুসারে ২০২০ সালে এই বনে প্রায় ৪০০টি সিংহ ছিল। রাজ্যের বাকি অংশে প্রায় ২৭৫টি সিংহ রয়েছে, এর মধ্যে ১০৪টি গুজরাটের উপকূল-রেখার ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) জুড়ে ছড়িয়ে, ছিটিয়ে রয়েছে।
সিংহ একসময় গুজরাট জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু প্রধানত শিকার এবং খরার কারণে ২০ শতকের গোড়ার দিকে তাদের সংখ্যা কমতে কমতে হাতে গোনা কয়েকটিতে এসে ঠেকে। তারপর থেকে, এই প্রাণীদের সংরক্ষণ প্রচেষ্টা জোরদার করা হলে গির বনে সিংহের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু অনেক বিশেষজ্ঞ বহু বছর ধরে বলে আসছেন যে গির অভয়ারণ্য স্থানীয় প্রাণীদের জন্য খুবই ছোট হয়ে গেছে।