Cancer Warning: 'ক্যানসার হতে পারে !' ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের গায়ে সতর্কবার্তা ! এতদিন না জেনেই খাচ্ছিলেন ? ভয়ে কাঠ এই ব্যক্তি
Instant Ramen Noodles : সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে নুডলসের প্যাকেটের গায়ে লেখা ক্যানসার সতর্কতা ! অর্থাৎ এই নুডলস খেলে ক্যানসার হতে পারে !

Viral News: বাড়িতে ৫-১০ মিনিটেই বানানো হয়ে যায় ইনস্ট্যান্ট নুডলস। ফলে অনেকেই চটজলদি খাবার হিসেবে এটি পছন্দ করেন। অল্প খেলে পেটও ভরে যায়। এর মধ্যে আবার র্যামেন নুডলসের ভক্ত অনেকে। কাজের জন্য তাড়াহুড়ো করে বেরোতে হবে, দ্রুত খাবার বানানোর উপায় এই নুডলস। খুব ভাল বিকেলের টিফিন বলেও অনেকে এই নুডলসকে (Cancer Warning) পছন্দ করেন। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে নুডলসের প্যাকেটের গায়ে লেখা ক্যানসার সতর্কতা ! অর্থাৎ এই নুডলস খেলে ক্যানসার হতে পারে ! আর এই সতর্কবার্তা দেখেই ভয়ে কাঠ এই ব্যক্তি। তাদের পছন্দের ইনস্ট্যান্ট নুডলসেই বড় বড় করে বিপদসঙ্কেত দেওয়া রয়েছে ?
ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী একটি র্যামেন নুডলসের প্যাকেটের ভিডিয়ো করে শেয়ার করেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে, র্যামেল নুডলসের (Cancer Warning) প্যাকেটের পিছনে স্পষ্ট ইংরেজিতে লেখা রয়েছে, 'ওয়ার্নিং: ক্যানসার অ্যান্ড রিপ্রোডাক্টিভ হার্ম'। অর্থাৎ এই নুডলস খেলে এর থেকে ক্যানসার হতে পারে, এমনকী প্রজনন ক্ষমতার উপর কুপ্রভাব আসতে পারে। এই সতর্কতার সঙ্গেই এতদিন প্যাকেটবন্দি হয়ে এই ইনস্ট্যান্ট নুডলস আসত বাজারে ? আশঙ্কায় গা শিউরে উঠছে সেই ব্যবহারকারীর।
যেইমাত্র তিনি সমাজমাধ্যমে এই ভিডিয়োটি শেয়ার করেন, সেই মুহূর্তে সমস্ত নেটিজেনরা, সেই ব্যক্তির অনুরাগী-দর্শকরা এটি দেখে স্তম্ভিত হয়ে যান। এক ব্যক্তি কমেন্টে লেখেন, 'অনেক সময়য় এই প্যাকেজিংটাই বিষাক্ত হয়। হিট প্রিন্ট করা এই প্যাকেটগুলি নিরাপদ সীমার বেশি রাসায়নিক ছড়িয়ে দেয় আপনার ত্বকে। আর এই রাসায়নিক থেকেই ক্যানসার হতে পারে সেই সতর্কতা দেওয়া হয়েছে প্যাকেটের গায়ে।'
View this post on Instagram
আবার অন্য একজন লিখেছেন যে প্রতিদিন মশলাদার কিছু না কিছু খাওয়ার কারণেও ক্যানসার হতে পারে। ৩-৪ মাসে একবার খেলে ঠিক আছে। যে কোনও কিছুই খাবারের দিক থেকে অতিরিক্ত মাত্রায় খেলে তা থেকে ক্যানসার হতে পারে। মাঝেমধ্যে খেলে (Cancer Warning) এতে কোনও সমস্যা হয় না। পুষ্টিবিদ কারা হার্বস্ট্রিট জানিয়েছেন, 'প্যাকেটজাত ইনস্ট্যান্ট নুডলস, যে কোনও র্যামেন ভ্যারাইটি সহ স্বাদের জন্য বহুল পরিমাণে সোডিয়াম সমৃদ্ধ হয়। আবার এই র্যামেন নুডলসে প্রভূত পরিমাণে এমএসজি থাকে যার কারণে নানাবিধ স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয় বলে জানা গিয়েছে। যেমন ক্রনিক মাথাব্যথা, বমিভাব, দুর্বলতা, পেশির কাঠিন্য এবং বুকে ব্যথা ইত্যাদি'।























