Scooty Fire: ৬ বছরের ছেলেকে নিয়ে রাস্তার ধারেই স্কুটিতে বসেছিলেন এই ব্যক্তি; হঠাৎ জ্বলে উঠল আগুন; ভিডিয়ো দেখে বুক কাঁপবে
Kerala News: এই ভিডিয়োটি সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। আজকালকার দিনে এই স্কুটারে বা গাড়িতে আগুন ধরে যাওয়ার দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে। আর এই ভিডিয়ো দেখে বুক কেঁপে উঠবে আপনার।

Viral Video: ধরা যাক আপনি রাস্তার ধারে স্কুটার পার্ক করে তার উপরে বসে কারও জন্য অপেক্ষা করছেন, আর সেই সময় হঠাৎ করেই তাতে আগুন ধরে গেল ! কী করবেন আপনি ? প্রথমে বুঝেই উঠতে পারবেন না কী করবেন। আর ঠিক একইরকম ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাস্তার ধারে স্কুটারে বসেছিলেন (Scooty Fire) বাবা-ছেলে। আর তখনই সেই স্কুটারে হঠাৎ করে আগুন ধরে যায়। ৬ বছরের ছেলে ছিল সঙ্গে, তবু উপস্থিত বুদ্ধিতে সেই যাত্রায় (Viral Video) নিজেকে ও ছেলেকে প্রাণে বাঁচিয়ে নেন এই ব্যক্তি।
এই ভিডিয়োটি সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। আজকালকার দিনে এই স্কুটারে বা গাড়িতে আগুন ধরে যাওয়ার দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে। আর এই ভিডিয়ো দেখে বুক কেঁপে উঠবে আপনার। কেরালার পলক্কড়ে ঘটেছে এই ঘটনা যেখানে এক ব্যক্তি (Viral Video) আর তাঁর ৬ বছরের ছেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ভিডিয়োটিতে দেখা যাবে প্রথমে রাস্তার ধারে এসে এই ব্যক্তি তাঁর স্কুটারটি থামান এবং ফোনে কারও সঙ্গে কথা বলতে শুরু করেন। তাঁর ৬ বছরের ছেলেও এই স্কুটারে বসেছিল। হঠাৎ করেই স্কুটারের (Scooty Fire) নিচ থেকে আগুন বেরোতে শুরু করে। আর সেই আগুন বুঝতে পেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান সেই ব্যক্তি। তবে মাথা ঠান্ডা রেখে এই পরিস্থতিতেও নিজেকে এবং তাঁর ছেলেকে সরিয়ে নিয়ে যান। এই সময়ে তিনি আগুন থেকে নিজের ব্যাগকেও বাঁচিয়ে নেন।
দেখুন সেই ভিডিয়ো:
আশেপাশের মানুষজন ছুটে আসেন
ভিডিয়োতে দেখা যায় যেইমাত্র স্কুটিতে (Scooty Fire) আগুন ধরে যায় এবং সেই ব্যক্তি তাঁর ছেলেকে নিয়ে সরে আসেন, আশেপাশের মানুষরা ছুটে আসেন তাদের বাঁচাতে। রাস্তার ধারের লোকজন বালতিতে করে জল নিয়ে আসেন, আর দ্রুত সেই আগুন নেভানো হয়। মানুষের তৎপরতায় একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় মানুষ। আর মানুষকে এভাবে সাহায্য করতে দেখে সমাজমাধ্যমেও বহু নেটিজেন প্রশংসা করেছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
অনেকেই এই সহায়তার মানসিকতাকে প্রশংসা করেছেন, সাধুবাদ দিয়েছেন। একজন লেখেন, 'শিক্ষিত রাজ্য, শিক্ষিত মানুষ'। অন্য আরেকজন লিখেছিলেন, 'এর দ্রুত মানুষজন ছুটে এল বলেই আগুন নেভানো সম্ভব হল'। অনেকে প্রশ্ন করেছেন যে এটি বৈদ্যুতিন স্কুটার কিনা।






















