Maharashtra News: ভয়ঙ্কর কাণ্ড ! চলন্ত বাসে সন্তান প্রসব, সদ্যোজাতকে বাইরে ছুঁড়ে ফেলল ‘কিশোরী মা’
Woman Delivers Baby in Running Bus: পুলিশ জানিয়েছে যে চলন্ত বাসে সেই কিশোরী সন্তান প্রসব করেছিলেন এবং তারা স্বীকার করেছেন যে সেই সদ্যোজাতকে তারা বাইরে ফেলে দিয়েছিলেন।

মহারাষ্ট্র: মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের পারভানি জেলায় বাসে যাওয়ার সময় ১৯ বছর বয়সী এক কিশোরী একটি শিশুর জন্ম দেন। কিন্তু তিনি এবং তাঁর ২১ বছরের স্বামী এই শিশুটিকে (Maharashtra Bus Incident) নিজের পরিচয় দিতে না চাওয়ায় জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দেন। আর এরপরেই সদ্যোজাত শিশুটির মৃত্যু ঘটে। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের পারভানি। জানা গিয়েছে পুলিশ এই যুগলকে গ্রেফতার করেছে।
এই যুগলের নাম জানা গিয়েছে ঋতিকা ধেরে এবং আলতাফ শেখ। পুনে থেকে পারভানি যাওয়ার পথে পাঠারি সেলু রোডে এই ঘটনা ঘটেছে। সেই সময় একদল ব্যক্তি রাস্তার ধারে ব্যায়াম করছিলেন এবং তারাই এই নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করেন। ভোর ৬টা ২০ নাগাদ পাঠারি থানায় তারা এই ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করে। তারা জানান যে ১০০ মিটার দূরে একটি বাস দাঁড়িয়েছিল এবং সেখান থেকে এই নবজাতককে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে দেখেছেন তারা। তারা সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যান এবং দুর্ভাগ্যবশত ততক্ষণে নবজাতকের মৃত্যু হয়েছে। বাস ততক্ষণে ছেড়ে চলে গিয়েছে। তারা সঙ্গে সঙ্গে ১১২ ডায়াল করে পুলিশকে এই বিষয়ে জানান।
স্থানীয়রা পুলিশকে জানায় যে এই বাসের রঙ ছিল সাদা এবং লেখা ছিল সন্ত প্রয়াগ ট্রাভেলস। আর তারপরে পুলিশ এই ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে পারভানিতে তাদের অফিসে গিয়ে বাসচালককে আটক করে। বাসচালক পুলিশকে জানিয়েছে যে তিনি জানালা দিয়ে একটা ব্যাগ বাইরে পড়তে দেখে দাঁড় করিয়েছিলেন সেই বাস, তখন সেই যুগল তাঁকে জানায় যে কিশোরী মেয়েটি বাসে বমি করেছিল সেটাই বাইরে ফেলা হয়েছে। তখন ফের বাস চালানো শুরু করেন তিনি।
সেই যুগলকে গ্রেফতার করার পরে জানা যায় যে তারা বিবাহিত অথচ তাদের কাছে বিবাহের কোনও প্রমাণ ছিল না। তবু গত এক বছর ধরে পুনেতে তারা একসঙ্গেই থাকছিলেন। পুলিশ জানিয়েছে যে চলন্ত বাসে সেই কিশোরী সন্তান প্রসব করেছিলেন এবং তারা স্বীকার করেছেন যে সেই সদ্যোজাতকে তারা বাইরে ফেলে দিয়েছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে গোপনে সন্তান প্রসব এবং মৃতদেহ লুকোনোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৯৪ নং ধারায় এফআইআর দায়ের করেছেন। চিকিৎসার জন্য কিশোরীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।






















