Optical Illusion: আমের মধ্যেই লুকিয়ে টিয়া! ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পাবেন কি আপনি?
Optical Image: এ ধরনের ছবিকে অপটিক্যাল ইল্যুশন বলা হয়। অনেকসময় যেমন, এক ঝলকে একটি পশু দেখা গেলেও আরেকটি প্রাণীও রয়েছে ছবিটিতে।
নয়া দিল্লি: দৃষ্টিভ্রম দর্শন ইন্দ্রিয়ের সৃষ্টি একটি ভ্রম, যা উপলব্ধি এবং বাস্তব জায়গা থেকে আলাদা অনেকটাই। সেই ভাবনা থেকেই জন্ম নেয় অপটিকাল ইলিউশন। সোশাল মিডিয়ায় হামেশাই এ ধরনের ছবি শেয়ার হয়। যা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না নেটাগরিকদের মধ্যে। তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে বিপুল চর্চা হচ্ছে।
একাধিক দৃষ্টিভ্রমের ছবি দেখা যায়। যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু মজা সেখানেই। ছবিটি দেখতে এক রকম হলেও সেখানেই লুকিয়ে থাকে একাধিক জিনিস। কখনো এক মানুষের মুখের মধ্যে লুকিয়ে থাকে আরও নানা মুখ। কখনো বা এক প্রাণীর মধ্যে লুকিয়ে থাকে আরও কয়েকটি প্রাণী। কিন্তু সেগুলো খুঁজে বের করাটাই মজার।
এ ধরনের ছবিকে অপটিক্যাল ইল্যুশন বলা হয়। অনেকসময় যেমন, এক ঝলকে একটি পশু দেখা গেলেও আরেকটি প্রাণীও রয়েছে ছবিটিতে। এমনভাবেই লুকিয়ে রয়েছে প্রাণীটি যে দেখে বোঝার উপায় নেই। তেমনই এই ছবিতে একাধিক আমের মধ্যে লুকিয়ে রয়েছে একটি টিয়াপাখি। আমের রঙের সঙ্গে এমনভাবেই মিশে রয়েছে সে, যে দেখে বোঝার উপায় নেই।
আরও পড়ুন, এই ছবিতে কি আপনি শুধু ব্যাঙই দেখতে পাচ্ছেন?
এক্ষেত্রে অবশ্য একটি চ্যালেঞ্জও করা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে খুঁজলে হবে না, আপনার হাতে সময় রয়েছে ১০ সেকেন্ড। এর মধ্যেই প্রাণীটিকে খুঁজে বের করতে হবে। কিন্তু ছবিতে তাকালেই মাথা ঘুরে যাওয়ার কথা। কোথায় লুকিয়ে রয়েছে প্রাণীটি তা খুঁজে বের করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। বরং বেশ কষ্টসাধ্য। ১০ সেকেন্ডের মধ্যে এ উত্তর দিতে অক্ষম অনেকেই।
ছবিটিকে একঝলকে দেখলে সুপুষ্ট আমই চোখে পড়বে প্রথমে। কিন্তু সেই আমের স্তুপে একটি টিয়াপাখিও রয়েছে। তবে ছবিতে এমনভাবে লুকিয়ে রয়েছে এটি চট করে দেখে বলা খুব কঠিন। অনেকেই এই ছবিটি দিয়ে চ্যালেঞ্জ করেছেন অনেকেই। আপনি পারলেন?