Optical Illusion: তিনটি পেঁচা লুকিয়ে আছে একটি ছবিতেই, দেখুন তো খুঁজে পান কি না!
Optical Illusion Image: সবচেয়ে বেশি চোখে ধাঁধা লাগে রঙের সঙ্গে মিশে রয়েছে এমন কিছু দেখলে। যেমন এই ছবিতে তিনটি পেঁচা রয়েছে। কিন্তু এক ঝলকে তা খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ নয়।
![Optical Illusion: তিনটি পেঁচা লুকিয়ে আছে একটি ছবিতেই, দেখুন তো খুঁজে পান কি না! Optical illusion image 3 owl hiding in jungle picture try to find Optical Illusion: তিনটি পেঁচা লুকিয়ে আছে একটি ছবিতেই, দেখুন তো খুঁজে পান কি না!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/5ea43d44f75140b22979c57ef8a54587_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অপটিকাল ইলিউশন (Optical Illusion) আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ এবং মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে (Real) কোনও অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলি আবার মাথা খারাপ হয়ে যাওয়া। সম্প্রতি যেমন এই অপটিকাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।
নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞরা বলেন, আমাদের মস্কিষ্কে যে অপূর্ণ বাস্তবতার নকশা তৈরি হয় তাই-ই হল অপটিকাল ইলিউশন। বলা হয় যে দেখা মানে বিশ্বাস করা, কিন্তু আসলে, আপনি যা দেখেন এবং আপনি যা দেখছেন তা ভিন্ন জিনিস। অপটিক্যাল বিভ্রম এর জন্য দায়ী।
আরও পড়ুন, ছবিতে তাকালেই গ্রাস করছে ব্ল্যাক হোল? দৃষ্টিভ্রম দেখে চোখে ধাঁধা লাগছে সকলের
সবচেয়ে বেশি চোখে ধাঁধা লাগে রঙের সঙ্গে মিশে রয়েছে এমন কিছু দেখলে। যেমন এই ছবিতে তিনটি পেঁচা রয়েছে। কিন্তু এক ঝলকে তা খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ নয়। এটিকে অনেকেই বলেছে- camouflage challenge। অর্থাৎ ছবির মধ্যে মিশে থাকা প্রাণীকে নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টা। এক্ষেত্রে আপনার হাতে রয়েছে ৩০ সেকেন্ড সময়। এর মধ্যেই গাছ-পাতা-ডালের মধ্যে লুকিয়ে থাকা তিনটি পেঁচাকে খুঁজে বের করতে হবে।
দেখুন খুঁজে বের করতে পারলেন কি না?
যদি পারেন তাহলে বুঝতে হবে আপনি অত্যন্ত যত্নবান ও ধৈর্য্যশীল একজন মানুষ। আপনার চোখ এড়িয়ে যাওয়া কঠিন। আর যদি না পেরে থাকেন তাহলে আপনার জন্য রইল উত্তরসূত্র। একটি পেঁচা আপনার চোখের সামনেই রয়েছে। ছবির ডান কোণের ওপরে। আরেকটি পেঁচা রয়েছে ছবির মাঝের একটু ওপরে। দুটি ডালের মাঝে। তৃতীয়টিকে অবশ্য খুঁজে আওয়া বেশ কঠিন। তবে খুব ভাল করে লক্ষ্য করলে দেখবেন ছবির ডানদিকে মাঝবরাবর রয়েছে পেঁচাটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)