Optical Illusion : এই ছবিতে কী দেখতে পাচ্ছেন ! চমকে দেবে জেকে রাউলিং-এর উত্তর
দাবি করা হয়েছে, "যদি আপনার ব্রেইনের ডান দিক বেশি কার্যকরী হয় তবে, আপনি একটি মাছ দেখতে পাবেন। আপনি যদি বামদিক বেশি শক্তিশালী হয় তবে, একটি মারমেইড বা মৎস্যকন্যা দেখতে পাবেন,
Optical Illusion That Stumped JK Rowling : অপটিকাল ইলিউশনেই (Optical Illusion) এখন মজেছে নেটদুনিয়া। নানা রকমের দৃষ্টিভ্রমের ছবি সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) তো হয়েছে। পাশাপাশি নেটিজেনদের (Netizens) জন্য মনগ্রাহীও হয়ে উঠেছে এই ছবিগুলি। অনেকেই ছবিগুলি নিয়ে নিজেদের মধ্যে চ্যালেঞ্জও (Challenge) ছুড়ছেন। তবে এই চ্যালেঞ্জে বোল্ড হয়েছেন হ্যারি পটার স্রষ্টা জেকে রাউলিং-ও (JK Rowling)। তিনি এই অপটিক্যাল ইলিউশনটি ট্যুইটও করেছেন।
একটি অপটিক্যাল বিভ্রম যা অনলাইনে ভাইরাল হয়েছে, তাতে দাবি করা হয়েছে, আপনি এই ছবিটিতে প্রথম কী দেখবেন, তাই-ই বলে দেবে যে আপনার মস্তিষ্কের কোনদিন বেশি সচল। দাবি করা হয়েছে, "যদি আপনার ব্রেইনের ডান দিক বেশি কার্যকরী হয় তবে, আপনি একটি মাছ দেখতে পাবেন। আপনি যদি বামদিক বেশি শক্তিশালী হয় তবে, একটি মারমেইড বা মৎস্যকন্যা দেখতে পাবেন," চিত্রটির ক্যাপশনটি পড়ুন।
সেলিব্রিটি সহ হাজার হাজার মানুষ এটি টুইটারে শেয়ার করেছেন। অনেকে আবার মাছ বা মৎস্যকন্যা নয়, দেখতে পাচ্ছেন একটি গাধা ! যেমন জে কে রাউলিং। তিনি লিখেছেন, "যদিও এটি একটি গাধা" পোস্টটি বহু বহু লাইক পেয়েছে।
It's a donkey, though. pic.twitter.com/a60ccFCQ2G
— J.K. Rowling (@jk_rowling) March 19, 2022
It’s a seal. pic.twitter.com/OReES5yl2J
— Amanda Abbington (@CHIMPSINSOCKS) March 19, 2022
এই ইলিউশন শব্দটি এসেছে লাতিন (Latin) শব্দ থেকে। যার অর্থ হল ভ্রান্ত করা।এই ছবিটিও যেমন ভ্রান্ত করেছে। অপটিক্যাল বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন খুবই জনপ্রিয় হয়েছে। প্রতি সপ্তাহেই এগুলির সৃষ্টিকারকরা নতুন নতুন অপটিকাল ইলিউশন নিয়ে আসেন। যা নিয়ে উন্মাদনাও প্রবল হয়। যেমন বাঘের এই ছবিটি নিয়ে ইদানিং বেশ আগ্রহ বেড়েছে নেটিজেনদের।