Optical Illusion: গাছে লুকিয়ে একাধিক প্রাণী, আপনি দেখতে পাচ্ছেন?
Optical Illusion Picture:
কলকাতা: বর্তমানে একাধিক দৃষ্টিভ্রমের (Optical Illusion) ছবি দেখা যায় সোশাল মিডিয়ায় (Social Media)। যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু মজা সেখানেই। ছবিটি দেখতে এক রকম হলেও সেখানেই লুকিয়ে থাকে একাধিক জিনিস। কখনও এক মানুষের মুখের মধ্যে লুকিয়ে থাকে আরও নানা মুখ। কখনও বা এক প্রাণীর মধ্যে লুকিয়ে থাকে আরও কয়েকটি প্রাণী। কিন্তু সেগুলি খুঁজে বের করাটাই মজার।
অনেকেই এই দৃষ্টিভ্রম খেলায় অংশ নেন। যদিও ওপরেই এই ছবিটি দেখে চেষ্টা করেও বেশির ভাগই ব্যর্থ হয়েছেন। এই ছবিটি দেখে আপাতভাবে একটি গাছ মনে হলেও এখানে কিন্তু আরও পাঁচটি প্রাণী রয়েছে। চট করে দেখে বোঝার উপায় নেই যদিও। দেখে মনে হতে পারে অনেকগুলি পাখী রয়েছে। কিন্তু আপনি এটি ভাবলেও সেখানেও ভুল করছেন।
আরও পড়ুন, এই ছবিতে ক'টি মানুষ দেখতে পাচ্ছেন আপনি?
এখনও খুঁজে পাননি। তাহলে আপনার জন্য রইল কিছু উত্তরসূত্র। এবার ভাল করে ছবিটি দেখুন। যেগুলি মনে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে সেখানে তাকিয়ে দেখুন ওগুলি আসলে লুকিয়ে থাকা প্রাণী। প্রাণীগুলি খুব বুদ্ধিমত্তার সঙ্গে গাছের ডালপালার আড়ালেই রয়েছে। যদিও তাঁদের খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কাজই। একেবারে পেরে যাওয়া মোটেও সোজা কাজ নয়।
উল্লেখ্য, মনস্তাত্ত্বিকরা বলেন, অনেকসময় অপটিকাল ইলিউশনের মাধ্যমে আপনার চরিত্রও না কি বোঝা যায়। সবই অবশ্য নির্ভর করবে ছবি আপনি কোন প্রাণী আগে দেখছেন। আপনার ভিস্যুয়াল ক্ষমতাই বলে দেবে আপনার চরিত্র কেমন? আপনি মানসিকভাবে সক্ষম না কি খুব অল্প আঘাতেই ক্ষতবিক্ষত হন।
উত্তর পেতে হলে দেখে নিন-