Viral Image: কত নম্বর ঘরে পার্কিং করা রয়েছে গাড়িটিকে? অঙ্ক ছাড়াই দেওয়া যাবে উত্তর
Optical Illusion: আজকাল বেশিরভাগ মানুষ এই ধরনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে বেশ পছন্দ করেন
নয়া দিল্লি: আজকাল ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে নানান ধরনের ধাঁধার পোস্টগুলি দেখা যায়। কখনো পার্থক্য খুঁজে বের করতে হয় বা কখনো লুকিয়ে থাকা বস্তু আবার কখনও কখনও গাণিতিক ধাঁধার চ্যালেঞ্জগুলি পাঠকদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়। এই প্রতিবেদনে তেমনি চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে।
ছবিতে দেখতে পাচ্ছেন, ৬টি সংখ্যার ঘর রয়েছে যার মধ্যে একটি গাড়ি রাখার ঘর। আপনি নিশ্চয়ই প্রতিবেদনের শিরোনাম পড়ে বুঝে গিয়েছেন যে গাড়ি রাখার ঘরে কত সংখ্যা বসবে, সেটাই আপনাকে বলতে হবে। দাবি করা হয়েছে, আপনি সঠিক উত্তর দিতে পারলেই আপনাকে জিনিয়াস বললেও ভুল হবেনা।
আজকাল বেশিরভাগ মানুষ এই ধরনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে বেশ পছন্দ করেন। এই ধাঁধা গুলি যেমন মজাদার তেমন আকর্ষণীয়। এমনকি মানুষের একঘেয়েমি দূর করতে যথেষ্ট কার্যকরী। এর পাশাপাশি কার কতটা আইকিউ লেভেল ভালো তা বোঝার একটি দুর্দান্ত উপায়।
আপনি আপনার পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে এই ধরনের ধাঁধাগুলি শেয়ার করতে পারেন, যার মাধ্যমে তাদের বুদ্ধিদীপ্ত কতটা ভালো তাও অনুমান করতে পারবেন। কিন্তু এই ধরনের ধাঁধাগুলি এমন ভাবেই তৈরি করা হয় যা দেখতে সহজ মনে হলেও, সমাধান করা বেশ কঠিন।
বিশেষজ্ঞদের দাবি, নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে আপনার মস্তিষ্কের সুপ্ত বুদ্ধি জাগ্রত হয় এবং যে কোন সিদ্ধান্তকে সহজে নিতে পারেন। আসলে বিভ্রান্ত করার জন্যই এইভাবে ছবিগুলি তৈরি করা হয়, তাই সমাধান করার জন্য একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে পর্যবেক্ষণ করলেই উত্তর বেরিয়ে আসবে।
কিন্তু এখনো যারা, এই ধাঁধাটি সমাধান করতে ব্যর্থ হয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই আমরা নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আর যারা ইতিমধ্যেই ধাঁধাটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন তাদের অভিনন্দন। এই ছবিটি যদি উল্টে দেখেন তাহলে দেখবেন পাশাপাশি সংখ্যাগুলি রয়েছে আর ওই ফাঁকা ঘরে ৮৭ সংখ্যাটি হবে।
ছবি সূত্র- সোশাল মিডিয়া/ Reddit
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে