Bihar News: ছুটিতে চিকিৎসক, ভিডিয়ো কলে অস্ত্রোপচারের নির্দেশ সহকারীকে- অবহেলায় মৃত্যু প্রসূতির
Pregnant Woman Dies: সূত্র থেকে জানা গিয়েছে, তেঘরা মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ছুটিতে ছিলেন আর সেই কারণেই এই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল ডা. সঞ্জয় চৌধুরীর ক্লিনিকে।

Pregnant Woman Dies: বিহারের বেগুসরাইতে এক ভয়ঙ্কর ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো কলে সহকারীকে অস্ত্রোপচারের নির্দেশ দেওয়ায় এক গর্ভবতী মহিলার (Pregnant Woman Dies) মৃত্যু হয়। আর এই করুণ মৃত্যুর খবর সামনে আসতেই জনরোষ (Bihar News) বেড়েই চলেছে। সংবাদমাধ্যমের পক্ষ থেকে অনুসন্ধানের মাধ্যমে জানা যায় এই সংবাদ আদপে ছড়িয়েছে 'বেগুসরাই ব্রেকিং' নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে।
এই সংবাদে বলা হয়েছে ডা. সঞ্জয় চৌধুরী সেই সময় ছুটিতে দিল্লিতে ছিলেন, আর তিনিই তার এক সহকারীকে ভিডিয়ো কলে অস্ত্রোপচারের নির্দেশ দিয়ে কাজ করতে বলেন। বেগুসরাইতে তার নিজের ব্যক্তিগত ক্লিনিকেই করা হয়েছিল সেই অস্ত্রোপচার। আর তার ফলেই মৃত্যু হয় মহিলার। তেঘরা থানার অধীনে মোধরাপুরে ঘটেছে এই ঘটনা।
সূত্র থেকে জানা গিয়েছে, তেঘরা মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ছুটিতে ছিলেন আর সেই কারণেই এই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল ডা. সঞ্জয় চৌধুরীর ক্লিনিকে। চিকিৎসকের অনুপস্থিতিতে অযোগ্য কম্পাউন্ডার ভিডিয়ো কলে চিকিৎসকের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার করতেই মৃত্যু হয় মহিলার। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্লিনিকেই ভাঙচুর শুরু করে রোগীর পরিবারের লোকেরা। যদিও চিকিৎসক এবং তার সেই সহকারী সেই মুহূর্তেই পলাতক হন। ক্লিনিকে তাদের দেখা মিলছে না।
সংবাদমাধ্যমকে মহকুমা শাসক তুষার সিংলা জানিয়েছেন যে এই বিষয়ে একটি তদন্ত করা হবে। তবে এখনও মৃতার পরিবারের তরফে কেউ কোনও বক্তব্য রাখেননি। তবে অনেকেই বলছেন যে তেঘরা পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সূত্র বলছে পরিবারের লোকজনকে মোটা টাকা দেওয়া হয়েছে যাতে তারা এই বিষয়ে মুখ না খোলেন এবং সেই চিকিৎসক সম্ভবত পুলিশদেরও একইভাবে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার উপায় নিয়েছেন। এই অভিযোগ ডা. সঞ্জয় চৌধুরীর ক্লিনিকের বিরুদ্ধে নতুন নয়। এর আগেও এই অভিযোগ উঠেছে। তবে আগেও কোনও না কোনও ভাবে মুক্তি পেয়ে গিয়েছেন চিকিৎসক।
এর আগে রাজস্থানের সিরোহী জেনায় ভুল ইঞ্জেকশন দিয়ে শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল এবং সেই এলাকায় ভুয়ো চিকিৎসক চক্রের হদিশ মিলেছিল। জানা গিয়েছিল গ্রেফতার হওয়া সেই ডাক্তারের নাম মনসুর আলি এবং মৃতার নাম জাহ্নবী, নরপৎ সিংয়ের মেয়ে।
আরও পড়ুন: Stocks To Buy: হোলির পর এই ৫ স্টকে ধরতে পারেন বাজি, বিনিয়োগে মোটা মুনাফার সম্ভাবনা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
