Heart Attack: ওয়ার্ক আউট করার পরে জল খাচ্ছিলেন, জিমের মধ্যেই হঠাৎ অজ্ঞান- চোখের পলকে মৃত্যু ৩৭ বছরের তরুণের
Heart Attack Death: রিপোর্ট অনুসারে পুনের ছিনছোয়াড়ের নাইট্রো জিমে সকাল ৭টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটেছিল। জানা গিয়েছে মৃত তরুণের নাম মিলিন্দ কুলকার্নি।

Pune News: মাত্র ৩৭ বছর বয়সেই হৃদরোগে মৃত্যু ! গতকাল শুক্রবার সকালেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে পুনের ছিনছোয়াড়ে। সকালবেলায় ওয়ার্ক আউট সেশনে ব্যায়াম করার পরে জল খাচ্ছিলেন এই তরুণ, আর তারপরেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই বলা ভাল চোখের পলকেই মৃত্যু হয় তরুণের। জিমের সিসিটিভি ফুটেজে দেখা (Heart Attack) গিয়েছে যে সেই ব্যক্তি জিমে ওয়ার্ক আউট করার পরে নিজের জলের বোতল থেকে জল খাচ্ছিলেন, তারপরে পিছনে ঘুরলেন এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মৃত এই তরুণের নাম জানা গিয়েছে মিলিন্দ কুলকার্নি, তিনি ছিনছোয়াড়েরই বাসিন্দা ছিলেন। পুলিশ আধিকারিকদের মতে জিমে ওয়ার্ক আউট করার পরে তাঁর হৃদরোগে মৃত্যু হয়েছে।
রিপোর্ট অনুসারে পুনের ছিনছোয়াড়ের নাইট্রো জিমে সকাল ৭টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটেছিল। জিমের কর্মীদের তরফ থেকে জানা যাচ্ছে মিলিন্দ কুলকার্নি নামের সেই ব্যক্তি ওয়ার্ক আউট করার সময়েই খানিক ঝিমিয়ে পড়ছিলেন, ওয়াটার কুলারের (Heart Attack) দিকে পরে হেঁটে আসার সময়েই মাটিতে অজ্ঞান হয়ে টলে পড়েন তিনি। মাটিতে লুটিয়ে পড়ার পরেই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁকে পিম্পরির যশবন্তরাও ছভা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুনেতে মৃত্যু হয়েছে ৬১ বছর বয়সী ব্যক্তির
পুনের অউন্ধ এলাকায় এক ৬১ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয় পথ দুর্ঘটনার কারণে। গতকাল শুক্রবারই রাস্তা দিয়ে নিজের স্কুটার চালিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান তিনি এবং সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে জগন্নাথ কাশীনাথ কালে। ৩০ জুলাই তিনি তাঁর বাড়ি ফিরছিলেন স্কুটারে চেপে আর সেই সময়েই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
পুলিশ আধিকারিকরা পিটিআই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে পুনেতে এক ৬১ বছর বয়সী ব্যক্তি যার নাম জগন্নাথ কাশীনাথ কালে রাস্তায় স্কুটার চালিয়ে আসার সময় একটি গর্তের মধ্যে পড়ে যান এবং সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এই পুরো ঘটনাটি সড়কপথের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর এই সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ গাড়ি চালক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে তদন্ত চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।






















