Viral News: প্রেমিকার হয়ে চাকরির পরীক্ষা দিতে আসা ! মহিলা সেজেও ধরা পড়লেন প্রেমিক
Bizzare Incident: হুবহু মেয়ের মত সেজেগুজে মাথায় টিপ পরেই পরীক্ষা দিতে গিয়েছিলেন অংরেজ সিং। তাঁর প্রেমিকার বদলে তিনিই গিয়েছিলেন পরীক্ষা দিতে। আর সেখানেই ধরা পড়ে যান।
Bizzare Incident: পঞ্জাবের ফরিদকোটের এক অদ্ভুত ঘটনা (Bizzare Incident)। প্রথমবার শুনলে কারও বিশ্বাসই হবে না। এমনটাও হতে পারে ? চাকরির পরীক্ষা দেওয়ার কথা একটি মেয়ের আর তার হয়ে বলা ভালো সেই মেয়েটির মত সেজে দাড়ি-গোঁফ কামিয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মেয়েটির প্রেমিক। তাও আবার ভোটার-আধার কার্ডও জাল করিয়েছিলেন তিনি। প্রেমের টানে মানুষ কী না করে !
প্রেমিকের নাম অংরেজ সিং (Angrez Singh)। হুবহু মেয়ের মত সেজেগুজে মাথায় টিপ পরেই পরীক্ষা দিতে গিয়েছিলেন অংরেজ। কিন্তু তাতে কী ! বায়োমেট্রিকের গ্যাঁড়াকলে ফেঁসে শেষমেশ ধরা পড়ে যান অংরেজ। কিন্তু কেন এমন করতে গেলেন তিনি ? সূত্রের খবর, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার্সের চাকরির পরীক্ষায় বসার জন্য সেই প্রেমিক অংরেজ সিং ভোটার কার্ড এবং আধার কার্ডও জাল করিয়েছিলেন। ৭ জানুয়ারি পঞ্জাবের কোটকাপুরায় ডিএভি পাবলিক স্কুলে বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের আয়োজিত হয়েছিল চাকরির পরীক্ষাটি। যার পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেই মেয়েটির বদলে পরীক্ষা দিতে আসে তাঁর প্রেমিক। কিন্তু, শেষরক্ষা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে স্বাভাবিকভাবেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না তাঁর। ফলে ধরা পড়ে যান প্রেমিক অংরেজ সিং। এমনকি তিনি জাল আইডেন্টিটি প্রুফও নিয়ে গিয়েছিলেন সঙ্গে।
কর্তৃপক্ষের চোখে ধুলো দিতে অংরেজ সিং (Angrez Singh) কপালে টিপ, হাতে চুড়ি, বালা সবই পরে নিয়েছিলেন, বলাই বাহুল্য ভালভাবে দাড়ি-গোঁফও কামিয়ে এসেছিলেন পরীক্ষা দিতে। অংরেজ সিংকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সঙ্গে সঙ্গে গ্রেফতার করে। তবে পুলিশের তরফে তদন্ত চলছে এটা জানতে যে অংরেজ সিং আরও বড় কোনও গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না যারা এরকম জালিয়াতি করে থাকে। তাঁর হাবভাব দেখেই প্রথমে খানিক সন্দেহ হয়েছিল পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়কদের। তবে আধার-ভোটার জালিয়াতির দৃষ্টান্ত দেখে পুলিশ সন্দেহ করছে যে তিনি একা নন, আরও বড় কোনও গোষ্ঠী রয়েছে তাঁর পিছনে।
৭ জানুয়ারি রবিবার পঞ্জাবের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে একটি নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল যেখানে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার হিসেবে ৮০৬টি শূন্যপদের কথা ঘোষণা করা হয়। রাজ্যের মধ্যে তিনটি জায়গায় এই পরীক্ষাটি নেওয়া হয়েছিল- কোটাকপুরা, ফরিদকোট এবং ফিরোজপুর। প্রায় ৭২০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। আর সেখানেই কোটাকপুরা পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: Viral News: মাত্র ৯ বছরেই বিশ্বসেরা মেধাবীর শিরোপা, কে এই প্রিশা চক্রবর্তী ?