এক্সপ্লোর
Indian Railway History: একটি চিঠিতেই নড়েচড়ে বসেছিলেন ইংরেজরা, কীভাবে ভারতীয় রেলে শৌচালয়ের ব্যবহার শুরু হল জানেন?
Indian Railways: তিনি শৌচালয়ে থাকাকালিনই তিনি শুনতে পান ট্রেন ছাড়ার হুঁইশল। তিনি প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়োচ্ছিলেন।

ভারতীয় রেলওয়ে
1/10

১৮৫৩ সালের ১৬ এপ্রিল থেকে ভারতে ট্রেনযাত্রা শুরু হয়েছিল। তৎকালিন বোম্বে থেকে থানে পর্যন্ত চলত এই ট্রেন। সেই সময় ট্রেনে কোনও শৌচালয়ে ছিল না।
2/10

প্রায় ৫৬ বছর এভাবে চলার পর প্রথমবার ১৯০৯ সালে ভারতীয় রেলে শৌচালয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু এর পেছনে রয়েছে এক ইতিহাস।
3/10

বীরভূমের আহমেদপুর স্টেশনে একবার একটি ট্রেন এসে দাঁড়িয়েছিল। সেই সময় এক বাঙালি ব্যক্তি, নাম অখিল চন্দ্র সেন প্রকৃতির ডাকে সাড়া দিতে স্টেশনসংলগ্ন শৌচালয়ে গিয়েছিলেন।
4/10

তিনি শৌচালয়ে থাকাকালিনই তিনি শুনতে পান ট্রেন ছাড়ার হুঁইশল। তিনি প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়োচ্ছিলেন।
5/10

কিন্তু তিনি পারেননি ট্রেন ধরতে। প্ল্যাটফর্মের টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যান। কিন্তু মনে মনে ভাবেন এর একটা হেস্তনেস্ত করবেন।
6/10

কয়েকদিন পর বিস্তারিত ঘটনা জানিয়ে তিনি চিঠি লিখলেন সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে। নিজের সমস্যার কথা বিস্তারিতভাবে জানান তিনি। আগের দিন ভাল-মন্দ খাবার খাওয়ার জন্য সমস্যায় পড়তে হয়েছিল, বলেও জানান তিনি।
7/10

তিনি প্রশ্ন করেন, হাত দেখানো সত্বেও গার্ড কি দু'-এক মিনিটের জন্য ট্রেনটাকে দাঁড় করাতে পারতেন না? অখিল চন্দ্র সেন আরও জানান জনস্বার্থে তিনি চান গার্ডের জরিমানা করা হয় যেন, নইলে সংবাদমাধ্যমে খবর ফাঁস করে দেবেন বলেও জানান।
8/10

এরপরই নড়েচড়ে বসে ইংরেজ সরকার। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তের নির্দেশ দেয় ব্রিটিশ সরকার।
9/10

এরপরই তড়িঘড়ি কমিটি বসিয়ে জনসাধারণের প্রয়োজনীয়তার কথা ভেবে ট্রেনে শৌচালয়ে ব্যবস্থা করা হয়। এখন তো আধুনিক সময়ে দাঁড়িয়ে যা আরও উন্নত থেকে উন্নততর হয়ে উঠেছে।
10/10

২০১৬ সাল থেকে লোকো পাইলটদের জন্য ইঞ্জিনে শৌচালয়ের কোনও বন্দোবস্ত ছিল না। পরে সেই ব্য়বস্থাও করা হয়।
Published at : 24 Oct 2024 05:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
