এক্সপ্লোর
Indian Railway History: একটি চিঠিতেই নড়েচড়ে বসেছিলেন ইংরেজরা, কীভাবে ভারতীয় রেলে শৌচালয়ের ব্যবহার শুরু হল জানেন?
Indian Railways: তিনি শৌচালয়ে থাকাকালিনই তিনি শুনতে পান ট্রেন ছাড়ার হুঁইশল। তিনি প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়োচ্ছিলেন।
ভারতীয় রেলওয়ে
1/10

১৮৫৩ সালের ১৬ এপ্রিল থেকে ভারতে ট্রেনযাত্রা শুরু হয়েছিল। তৎকালিন বোম্বে থেকে থানে পর্যন্ত চলত এই ট্রেন। সেই সময় ট্রেনে কোনও শৌচালয়ে ছিল না।
2/10

প্রায় ৫৬ বছর এভাবে চলার পর প্রথমবার ১৯০৯ সালে ভারতীয় রেলে শৌচালয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু এর পেছনে রয়েছে এক ইতিহাস।
Published at : 24 Oct 2024 05:19 PM (IST)
আরও দেখুন






















