Ratan Tata: রতন টাটার চলে যাওয়ার শোকে প্রিয় পোষ্য 'গোয়া'র মৃত্যু ! সত্যিটা কী ?
Ratan Tata Pet Dog: বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে ছড়িয়েছে রতন টাটার পোষ্য কুকুর 'গোয়া'র মৃত্যুর খবর। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে যে রতন টাটার মৃত্যুর তিন দিন পরেই মৃত্যু হয়েছে তাঁর প্রিয় পোষ্যটিরও।
মুম্বই: বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে ছড়িয়েছে রতন টাটার পোষ্য কুকুর 'গোয়া'র মৃত্যুর খবর। এমনকী হোয়াটসঅ্যাপে এমন মেসেজও ছড়িয়ে পড়েছে যে রতন টাটার (Ratan Tata Death) মৃত্যুর তিন দিন পরেই মৃত্যু হয়েছে তাঁর প্রিয় পোষ্যটিরও (Ratan Tata Dog)। তবে মুম্বই পুলিশ জানিয়েছে এই খবর আদপেই সত্যি (Fake News) নয়। মুম্বই পুলিশের সিনিয়র ইনস্পেক্টর সুধীর কুড়ালকর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজব সম্পূর্ণ নস্যাৎ করে জানিয়েছে এটি আদপেই ভুয়ো। রতন টাটার কুকুর গোয়ার (Ratan Tata Dog Death) মৃত্যু হয়নি।
হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া খবরে লেখা ছিল, 'শোক সংবাদ। রতন টাটার পোষ্য কুকুর গোয়া তাঁর মৃত্যুর ৩ দিন পরেই মারা যায়। আর সেই কারণেই হয়ত বলা হয়, মানুষের থেকেও কুকুর অনেক বেশি বিশ্বস্ত'। এই ভুয়ো খবরের প্রেক্ষিতে ইনস্পেক্টর কুড়ালকর স্পষ্টই জানিয়েছেন যে পোষ্য কুকুর গোয়া বেঁচে আছে। রতন টাটার বন্ধুসম শান্তনু নায়ডুর সঙ্গে তাঁর কথা হয়েছে, তিনিই জানিয়েছেন যে গোয়া এখন সম্পূর্ণ জীবিত ও সুস্থ রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এটি ভুয়ো খবর।'
ইনস্পেক্টর সুধীর একটি ইনস্টাগ্রাম রিল শেয়ার করে তাঁর ক্যাপশনে লেখেন, 'প্রয়াত রতন টাটার পোষ্য গোয়ার মৃত্যুর খবর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে গোয়ার মৃত্যু হয়েছে। আমি এই খবরটি শান্তনু নায়ডুর সঙ্গে যাচাই করে নিয়েছি। তিনি জানিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা। রতন টাটার কুকুর গোয়া এখন সুস্থ এবং জীবিত। কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করে নিতে হবে।'
ভারতের অন্যতম জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত শিল্পপতি ছিলেন রতন টাটা। শিল্পের দুনিয়ায় অবদানের থেকেও জনহিতকর কাজে তাঁর অবদানের জন্যই তাঁকে আপামর মানুষ মনে রেখেছেন। পশু-পাখিদের নিয়েও তাঁর অন্তরে ভালবাসা কম ছিল না। ৮৬ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পথকুকুরদের ভাল রাখা ও তাদের নিরাপত্তা দেওয়ার কাজেও জড়িয়ে রয়েছে রতন টাটার নাম। বর্ষার সময় পথকুকুরদের সুরক্ষা দেওয়ার কথা ভেবেছিলেন রতন টাটা। তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিল তাঁর প্রিয় পোষ্য গোয়াও।
কেন এই নাম দিয়েছিলেন রতন টাটা ? গোয়ায় থাকার সময় একবার একটি পথকুকুর তাঁর পিছু পিছু আসতে শুরু করেছিল। আর সেই ঘটনা থেকেই কুকুরটিকে দত্তক নিতে বাধ্য হন রতন টাটা, তাঁকে নিয়ে আসেন মুম্বইতে। বম্বে হাউজে সেই সময় গোয়া অন্য আরও পথকুকুরের সঙ্গেই থাকত। এখানেই টাটা গ্রুপের সদর দফতর ছিল। পরে সেই গোয়াই রতন টাটার অন্যতম প্রিয় পোষ্য হয়ে ওঠে। গোয়াই ছিল তাঁর শেষ সময়ের একান্ত সঙ্গী।
আরও পড়ুন: Lakshya Powertech IPO: আজ খুলে গেল লক্ষ্য পাওয়ারটেকের আইপিও, এগুলি না জেনে বিনিয়োগ করলে ভুগবেন ?