Strawberry Moon: আজ আকাশে দেখা যাবে 'স্ট্রবেরি মুন'? চাঁদের আজ এমন আজব নাম কেন?
Strawberry Moon Today: জুন মাসে যে পূর্ণিমা পড়ে সেটিকে সাধারণত ‘স্ট্রবেরি মুন’ বলা হয়। আর এই নামটি নেটিভ আমেরিকানদের থেকে এসেছে।
নয়া দিল্লি: আজ আকাশে দেখা যাবে চাঁদের (Moon) এক অন্য রূপ। চাঁদ আজ একদম অন্য রঙা। ১৪ মার্চ অর্থাৎ আজ ফুল মুন (Full Moon) বা পূর্ণ চাঁদ দেখা যাওয়ার কথা। সেই পূর্ণিমা রাতের আকাশে মুগ্ধ করবে সবাইকে। পশ্চিমারা জুন মাসের চাঁদকে স্ট্রবেরি মুন (Strawberry Moon) বলে থাকে।
কেন এই নাম?
জুন মাসে যে পূর্ণিমা পড়ে সেটিকে সাধারণত ‘স্ট্রবেরি মুন’ বলা হয়। আর এই নামটি নেটিভ আমেরিকানদের থেকে এসেছে। এর কারণ হল জুন মাসে উত্তর আমেরিকায় স্ট্রবেরি ফল তোলার জন্য উপযুক্ত হত। অ্যালগনকুইন, ওজিবওয়ে, ডাকোটা এবং লাকোটা-এর সহ বেশ কিছু আদিবাসীরা জুন মাসে পাকা স্ট্রবেরি কাটত। তাদের নিজস্ব ভাষা জুন মাসের পূর্ণিমার চাঁদকে যে নামে ডাকত তার ইংরেজি অনুবাদ করলে মানে দাঁড়ায় স্ট্রবেরি মুন।
তবে এক এক মাসে চাঁদের এক এক নাম রয়েছে। যেমন- জানুয়ারি মাসে উলফ মুন, ফেব্রুয়ারিতে স্লো মুন, মার্চ মাসে ওর্ম মুন, এপ্রিলে পিংক মুন, মে মাসে ফ্লাওয়ার মুন, জুন স্ট্রবেরি মুন, জুলাই মাসে বাক মুন, অগাস্টে স্টারজিয়ন মুন, সেপ্টেম্বরে হারভেস্ট মুন, অক্টোবরে হান্টারস মুন, নভেম্বরে বিভার মুন, ডিসেম্বরে কোল্ড মুন।
আরও পড়ুন, দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার
এছাড়াও সুপার মুন, ব্লাড মুন, ব্লু মুন, এই সকল নামেও ডাকা হয় চাঁদকে। তবে আজকের দিনে না কি জানা গিয়েছে, অন্য পূর্ণিমা রাতের থেকে তুলনায় প্রায় ১২ শতাংশ বড় দেখায় চাঁদ। গ্রহণে চাঁদ লাল দেখায়। কিন্তু স্ট্রবেরি মুনের দিন গ্রহণ না থাকলেও চাঁদ লালচে রঙের দেখায়। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কমে যাওয়ার কারণে স্বাভাবিক আকারের চেয়ে বড় দেখায় চাঁদকে।
বিজ্ঞানীদের মতে প্রতি বছর জুন মাসে চাঁদ নিজের কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর একদম কাছে চলে আসে। স্ট্রবেরির মতো দেখার জন্য এই চাঁদের নামকরণ নয়। উত্তর আমেরিকার এল্গনকিন উপজাতিরা এই চাঁদ দেখেই চাষ শুরু করে বলে এর নাম রাখা হয়েছে স্ট্রবেরি মুন।