Viral News: চার বছর ধরে প্রাসাদোপম বাড়ি ছেড়ে গাড়িতেই জীবন কাটাচ্ছেন এই ব্যক্তি, খরচ বাঁচিয়েছেন ১২ লক্ষ টাকা !
Chinese Programmer: সারা সপ্তাহ জুড়ে একটা সুন্দর বাঁধা ছকে জীবন কাটান জ্যাং। অফিসের ক্যাফেটেরিয়ায় খাওয়া, জিমে গিয়ে স্নান, পাবলিক স্টেশনে গাড়ি চার্জ, পার্কের কাছে গাড়ি পার্কিং রাখেন, তাতেই ঘুমানো।

কলকাতা: প্রাসাদোপম বাড়ি রয়েছে, সেই বাড়ি ছেড়ে কিনা গাড়ির মধ্যেই জীবন কাটাচ্ছেন এই ব্যক্তি ! এই খবর ছড়িয়ে পড়েছে (Viral News) নেটমাধ্যমে। চিনের এক প্রোগ্রামার জানিয়েছেন যে তিনি বিগত ৪ বছর ধরে তাঁর নিজের গাড়িতেই জীবন (Chinese Techie) কাটাচ্ছেন। নিজের চার তলা বাড়ি থাকা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি ?
সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিনের গুয়ানদং প্রদেশের ইয়াংজিয়াং এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সী জ্যাং ইয়ুনলাই এই অদ্ভুত কীর্তি করেছেন, তিনি কাজের সূত্রে চিনের শেনজেন এলাকায় চলে গিয়েছিলেন আজ থেকে ৬ বছর আগে। চিনের এই উন্নত শহরে কাজ করতে এসে বেশিরভাগ মানুষই যারা এই পেশায় আছেন তারা একটি বড় বিলাসবহুল বাড়িতে থাকা শুরু করবেন, কিন্তু এই প্রোগ্রামার জ্যাং ইয়ুনলাই বেছে নিয়েছিলেন সম্পূর্ণ অন্য পথ। তবে আর্থিক সমস্যার কারণে এই পথ বেছে নেননি তিনি, শুধুমাত্র স্বাধীনতা এবং আরামের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যাং। একটা পার্কে ক্যাম্পিং করার সময় থেকেই তাঁর মনে এই ধারণার জন্ম নেয়। আর তারপরেই তিনি নিজের বৈদ্যুতিন গাড়িটিকে একটি আস্ত চলন্ত ঘরে বদলে নেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'একটি বৈদ্যুতিন গাড়িতে আপনি সহজেই এয়ার কন্ডিশনিং ব্যবহার করতে পারেন এবং ভিতরে একটি ম্যাট্রেসও পেতে নিতে পারেন। আর তাই এখানে শোয়া ঘুমানো খুবই আরামদায়ক হয়'।
সারা সপ্তাহ জুড়ে একটা সুন্দর বাঁধা ছকে জীবন কাটান জ্যাং। অফিসের ক্যাফেটেরিয়ায় খাওয়া-দাওয়া করেন তিনি, জিমে গিয়ে স্নান করেন, পাবলিক স্টেশনে গাড়ি চার্জ দেন, একটা পার্কের কাছে সারা রাত গাড়ি পার্কিং করে রাখেন, আর সেখানেই সিট ফোল্ড ডাউন করে ম্যাট্রেস বিছিয়ে ঘুমিয়ে নেন তিনি। আর সপ্তাহান্তে যখন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন, তখন তাঁর জামা-কাপড় কাচার কাজও সারা হয়ে যাত।
জ্যাং জানিয়েছেন যে এই গাড়িতে থাকার ফলে তাঁর দৈনিক খরচ কমে এসেছে ১০০ ইউয়ানে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২০০ টাকায়। পার্কিংয়ের খরচ সামান্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ সামান্য। বিগত তিন বছরে এই জীবনযাপনের কারণে তিনি ১১.৬ লক্ষ টাকা বাঁচিয়েছেন খরচ।
কিন্তু আর্থিক কোনও বাধা বা দায়বদ্ধতা বা চাপ তাঁর নেই, জানিয়েছেন জ্যাং। তাঁর কথায় তাঁকে যদি কেউ বিনা ভাড়াতেও কোনও ফ্ল্যাটে থাকতে বলে তিনি রাজি হবেন না কারণ সেই ফ্ল্যাটের গতে বাঁধা জায়গার থেকে পার্কে থাকা গাড়ির ভিতরে জীবন কাটানোতে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। এমনকী এত লক্ষ লক্ষ টাকা উপার্জন করেও জ্যাং জানিয়েছেন যে আগামী দিনেও তিনি প্রচলিত জীবনযাপনে ফিরতে চান না।






















