Viral News: ডেটে যাওয়ার জন্য নগদ উপহার পাবেন কর্মীরা, অবাক করা নিয়ম এই সংস্থায়
Chinese Company Offer: সংস্থার যে সমস্ত কর্মী এখনও সিঙ্গল আছেন, তাদের ডেটে যাওয়ার (Dating App) জন্য উৎসাহ দিচ্ছে সংস্থা এবং তাঁর সঙ্গে সঙ্গেই কর্মীদের নগদ উপহার দিচ্ছে এই সংস্থা।
Chinese Company: কাজের পরিবেশে আনন্দ বজায় রাখতে, কর্মীদের আনন্দিত রাখতে, খুশি রাখতে এক অদ্ভুত নিয়ম চালু করেছে এক চিনা সংস্থা। সংস্থার যে সমস্ত কর্মী এখনও সিঙ্গল আছেন, তাদের ডেটে যাওয়ার (Dating App) জন্য উৎসাহ দিচ্ছে সংস্থা এবং তাঁর সঙ্গে সঙ্গেই কর্মীদের নগদ উপহার দিচ্ছে এই সংস্থা। ইনস্টা৩৬০ নামের এই চিনা সংস্থা দক্ষিণ চিনের শেনজেন অঞ্চলের একটি টেক কোম্পানি। নিয়ম করেছে এই সংস্থা (Chinese Company) যে প্রত্যেক কর্মীকে ভারতীয় মুদ্রায় ৭৭০ টাকা দেওয়া হবে তাদের ডেটিং অ্যাপে সংস্থার বাইরের একজনকে পরিচয় করিয়ে দেওয়ার (Viral News) জন্য। প্রতিটি বৈধ পোস্টের জন্য এই টাকা পাবেন কর্মীরা। আজ থেকে প্রায় তিন মাস আগে এই উদ্যোগ নেওয়া শুরু করেছিল এই সংস্থা।
কোনো কর্মীর ডেটিং প্রোফাইল যদি প্রতিষ্ঠানের বাইরের কারও সঙ্গে ম্যাচ আসে, আর এই ম্যাচ থেকে ডেটিং এবং এই সম্পর্ক যদি ৩ মাস পর্যন্ত টিকে যায়, তাহলে সেই কর্মী, ম্যাচমেকার এবং কর্মীর সেই সঙ্গী বা সঙ্গিনী প্রত্যেকেই পাবেন ১ হাজার ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ১১,৭০০ টাকা।
প্রতিবেদন অনুযায়ী এই সংস্থার ফোরামে ১১ নভেম্বর পর্যন্ত মোট ৫০০টি পোস্ট এসেছে। আর এখনও পর্যন্ত নগদ উপহার হিসেবে সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ হাজার ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১.১৬ লক্ষ টাকা। সংস্থার কর্মীরা এই উদ্যোগকে অত্যন্ত খুশিমনে গ্রহণ করেছেন। একজন কর্মী এও জানিয়েছেন যে তাঁর মায়ের থেকেও তাঁর সম্পর্ক নিয়ে বেশি চিন্তিত তাঁর সংস্থা। চিনা সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই সংস্থার অদ্ভুত এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে আবার সরাসরি জিজ্ঞেস করেছেন যে এই সংস্থার আদৌ কোনো নিয়োগের পরিকল্পনা আছে কিনা। জনৈক নেটিজেন আবার বলেন যে এভাবে সরকারেরও এই রকম পদক্ষেপ করা উচিত।
চিনে এখন ব্যাপকহারে কমছে বিবাহ ও সন্তান জন্মের হার। সম্প্রতি চিনা সরকারের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে ২০২৪-এর প্রথম তিন মাসের মধ্যে চিনে বিবাহ করেছেন ৪.৭৪ মিলিয়ন দম্পতি যা আগের থেকে ১৬.৬ শতাংশ কমে গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral Video: একরত্তি সন্তানকে বাইকে বসিয়ে খাবার ডেলিভারি, মহিলার লড়াই চোখে জল আনে