Viral News : পাছে ধরে 'ভূত বউ', আতঙ্কে ৩৬ বছর ধরে মহিলা সেজে ঘুরছেন স্বামী
UP man living as woman wearing saree : এক ব্যক্তি গত ৩৬ বছর ধরে মহিলা সেজে ঘুরছেন, তাঁর স্ত্রী-র প্রেতাত্মার ভয়ে।

এ যেন বাস্তবে রাজকুমার রাও অভিনীত'স্ত্রী' ? অনেকেরই মনে আছে, প্রেতাত্মা'স্ত্রী'র হাত থেকে বাঁচতে পুরুষরা ঘুরে বেড়াতেন মেয়ে সেজে। আসলে সেই প্রেতাত্মার টার্গেটই ছিল পুরুষদের তুলে নিয়ে যাওয়া । এবার বাস্তবেও তেমনটাই ঘটল। এক ব্যক্তি গত ৩৬ বছর ধরে মহিলা সেজে ঘুরছেন, তাঁর স্ত্রী-র প্রেতাত্মার ভয়ে।
৩৬ বছর ধরে মহিলা সেজে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি
প্রেতাত্মার হাত থেকে বাঁচতে গত ৩৬ বছর ধরে মহিলা সেজে ঘুরে বেড়াচ্ছেন উত্তরপ্রদেশের জৌনপুরের এক প্রৌঢ়। অবশ্য এই অভ্যেস যখন তিনি শুরু করেছিলেন, তখন তিনি যুবাই ছিলেন। তিনি শুধু মহিলা সেজেই ক্ষান্ত হননি, মহিলাদের মতো জীবনযাপনও করছেন।
মৃত স্ত্রীর ভয়ে ঘুম উড়েছে ওই ব্যক্তির
বুঝতেই পারছেন, রাজকুমার রাও অভিনীত'স্ত্রী'ছবি দেখে তিনি অনুপ্রাণিত হননি। ভাইরাল হওয়া খবরে দাবি,ওই ব্যক্তি নিজেই জানিয়েছেন , তিনি তিন দশকেরও বেশি আগে থেকে শাড়ি পরা শুরু করেছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে তাঁর মৃত দ্বিতীয় স্ত্রীর আত্মা তাঁকে ভয় দেখাচ্ছিল। তাঁর আশঙ্কা ছিল, পুরুষ হিসেবে জীবনযাপন করলে তাঁর স্ত্রীর মন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে। এমনকী তাঁকে প্রাণেও মেরে ফেলতে পারে।
' নয় ছেলের মধ্যে সাতজনের মর্মান্তিক মৃত্যু'
কেন তাঁর এমন ধারণা হল ? জানা গিয়েছে, তাঁর নয় ছেলের মধ্যে সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাতেই ভয় বেড়ে গিয়েছে লোকটির। তাঁর বিশ্বাস, এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলি তাঁর দ্বিতীয় স্ত্রীর ভুতুড়ে আত্মার সঙ্গেই সম্পর্কিত। ওই ব্যক্তির দাবি, স্ত্রীর মৃত্যুর পর, তিনি স্বপ্ন দেখেন,স্ত্রীর আত্মা তাঁকে পীড়া দিচ্ছে। তারপর থেকেই অজানা আতঙ্কে তিনি নারীর মতো জীবন যাপন করেন। এই ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ কেউ আবার মনে করছেন, লোকটির মানসিক সমস্যা আছে। তিনি হয়ত বিভ্রমের শিকার। আবার কেউ কেউ তাঁর ভয়কে ন্যায্য বলেও মনে করছেন।
यूपी के जौनपुर में अंधविश्वास के कारण एक शख्स पिछले 36 वर्षो से भूत-प्रेत की डर से जान बचाने के लिए महिला के भेष में रह रहा है।
— Suresh Singh (@sureshsinghj) February 13, 2025
यह शख्स अपनी दुसरी पत्नी की मौत के बाद से उसकी आत्मा के डर से महिला भेष में रहता है।
दुनिया वैज्ञानिक युग मे जी रही है।मगर भारत मे भूत-प्रेत का यह… pic.twitter.com/bKx6au9aaz






















