Viral Video: 'মাফিয়া চেনা আছে, হাড় ভেঙে রেখে দেব', কলকাতার ট্যাক্সিতে 'হুমকির মুখে' মার্কিন নাগরিক
Viral News: এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, কলকাতায় পা রাখার প্রথম দিনেই হয়রানি এবং প্রতারণার শিকার হতে হয়েছে তাঁকে

কলকাতা: খাবার থেকে সংস্কৃতি, হেরিটেজ, উত্তরের আড্ডা, ট্রামলাইন- সব মিলিয়ে কলকাতার ইতিহাস ও বর্তমানের টানে বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। ইদানিং পর্যটকের সঙ্গে বেড়েছে ভ্লগারদের আনাগোনাও। কলকাতার জনপ্রিয় সব খাবার চেখে দেখা থেকে হলুদ ট্যাক্সিতে করে তিলোত্তমা ভ্রমণ, এসবকেই উপভোগ করতে এবং ভ্লগিংয়ে বন্দি করেন অনেক বিদেশিরাই। তবে এই ভ্লগিং করতে এসেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন এক মার্কিন ভ্লগার ডাস্টিন।
এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, কলকাতায় পা রাখার প্রথম দিনেই হয়রানি এবং প্রতারণার শিকার হতে হয়েছে তাঁকে, এমনই অভিযোগ ধরা পড়ল, তাঁরই করা ভিডিওতে। গোটা ঘটনাটি তিনি ভিডিও করেন এবং ইউটিউব চ্যানেলে পাবলিশও করেছেন। কলকাতার ট্যাক্সি ড্রাইভার আমাকে প্রতারণা করার চেষ্টা করেছিল এবং হুমকি দিয়েছিল- এই মর্মে ভিডিওটি শেয়ার করেছেন তিনি।
কী ঘটেছিল? কী অভিযোগ?
মার্কিন ভ্লগার জাস্টিনের অভিযোগ, কলকাতায় নেমে উবারের মতো অ্যাপ ব্যবহার না করে লোকাল ট্যাক্সি বেছে নেন। ড্রাইভারকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি পার্ক স্ট্রিটের হোটেল গ্রেট ওয়েস্টার্নে যাবেন। তবে, তার গন্তব্যে যাওয়ার পরিবর্তে, ড্রাইভার তাকে প্রায় ১৫ কিলোমিটার ভুল পথে রাজারহাটের দ্য ওয়েস্টার্ন নামে একটি ভিন্ন হোটেলে নিয়ে যায়।
ভিডিওতে, ডাস্টিনকে বলতে শোনা যায়, আমি প্রথমেই তো আপনাকে হোটেলটি দেখিয়েছিলাম, এতে রাজি হয়েছিলেন নিয়ে যেতে। তারপর আপনি আমাকে ভুল হোটেলে নিয়ে গেলেন। প্রথমে ভাড়া ৭০০ টাকায় রাজি হয়েছিলেন হয়েছিল। কিন্তু এখন ভুল জায়গায় নামিয়ে দেওয়ার পর, আপনি বেশি ভাড়া চাইছেন। এই শুনে রেগে যায় ট্যাক্সি চালক। এই ঘটনায় ক্ষমা চাননি উল্টে আরও ভাড়াও বাড়িয়ে দেয়। এরপর সে ডাস্টিনকে পার্ক স্ট্রিটের সঠিক হোটেলে নিয়ে যাওয়ার জন্য ৯০০ টাকা দাবি করে।
ভিডিওতে সেই কথোপকথন ধরা পড়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা।
সেই ভিডিওতে এও শোনা যায়, ড্রাইভারের ৯০০ টাকার পরিবর্তে ৭০০ টাকাই দেওয়ার কথা বলেন ডাস্টিন। তর্ক-বিতর্ক তীব্রতর হওয়ার পর লাল শার্ট পরা আরেকজন ব্যক্তি গাড়িতে প্রবেশ করে প্রথম চালকের পাশে বসে পড়েন। প্রথমে তিনি পরিস্থিতির মধ্যস্থতা করার জন্য উপস্থিত হয়েছিলেন কিন্তু পরে এরপর তিনিও ওই মার্কিন নাগরিককে হুমকি দিয়ে কথা বলে চলেন। তিনি বাংলায় হুমকির সুরে বলেন, 'আমার মাফিয়াদের সঙ্গে সম্পর্ক আছে, আমি তাকে টেনে নিয়ে নির্জন জায়গায় নিয়ে যাব এবং তার হাড় ভেঙে দেব'।
অবশেষে, দুজন লোক ডাস্টিনকে তাঁর সঠিক গন্তব্যের দিকে যাওয়ার জন্য অন্য একটি ট্যাক্সিতে যেতে রাজি করায়। আগের ট্যাক্সিতে তাঁকে "পার্কিং এবং পেট্রোলের জন্য" অতিরিক্ত ১০০ টাকা দিয়ে মোট ৮০০ টাকা দিতে হয়।
ভিডিওতে ডাস্টিন এও অভিযোগ করে বলেন, 'আমার এখন হোটেলে থাকা উচিত ছিল, কিন্তু সম্ভবত আমি এক ঘন্টা ৩০ মিনিট ওই ট্যাক্সিতে শুধু ধুরেই গেছি। আমি কখনই বিমানবন্দর থেকে আর হলুদ ট্যাক্সি নেব না। উবের ব্যবহার করাই ভাল। আমি বিমানবন্দর থেকে কোনও ভিডিও তৈরি করার পরিকল্পনা করিনি কারণ আমি ক্লান্ত ছিলাম। কিন্তু এই ধরনের ঘটনা যাতে কারও সঙ্গে না হয় সেই কারণেই এই ভিডিওটি করেছি।'






















