(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Image: এই ছবিতে ক'টি সংখ্যা রয়েছে? কী কী?
Viral Picture: দৃষ্টিভ্রম জাতীয় ছবি প্রথমে কিছুক্ষণ মস্তিষ্ক নিয়ে খেলে। প্রাথমিকভাবে খুব কম মানুষই সেসব দৃষ্টিভ্রম ছবির অর্থ বুঝতে পারেন।
কলকাতা: ব্রেন টিজার (Brain Teaser) এমনই একটি মজার জিনিস, যা সমাধান করতে নানা রকমভাবে মজা পান অনেকেই। যারা ব্রেন টিজারের ভক্ত, তারা সকলেই জানেন, এমন জিনিস তিলে তিলে সমাধান করতে পারলে তার মজাই আলাদা। আর যারা এই ব্রেন টিজারের ভক্ত নন, তাদের কাছেও এই জিনিসটি আকর্ষক হয়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন মজাদার ব্রেন টিজার বহু দেখা যায়, এমনই একটি ব্রেন টিজার সদ্য ভাইরাল হয়েছে।
দৃষ্টিভ্রম জাতীয় ছবি প্রথমে কিছুক্ষণ মস্তিষ্ক নিয়ে খেলে। প্রাথমিকভাবে খুব কম মানুষই সেসব দৃষ্টিভ্রম ছবির অর্থ বুঝতে পারেন। তবে কিছুক্ষণ ভাবার পর অর্থ বুঝতে পারা যায়। সম্প্রতি সোশ্যালে ছড়িয়ে পড়া এমনই একটি দৃষ্টিভ্রম এখন ভাইরাল হয়েছে। এসব দৃষ্টিভ্রম ধাঁধার মতো মনে হয়। যা সমাধান করতে পারলে মেধার বিকাশ ঘটে।
যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি সাদা পাতায় আপাত তিনটি সংখ্যা রয়েছে। আর সেই সংখ্যা হলো একে অপরের সঙ্গে মিলিয়ে রয়েছে। তবে, যে পোস্ট থেকে এই চ্যালেঞ্জ রয়েছে, সেখানে দাবি করা হচ্ছে, তিনটি নয়, তার চেয়ে বেশি সংখ্যা ওইখানে রয়েছে। ফলে চ্যালেঞ্জ হলো, ওই পাতাতে কয়টি সংখ্যা রয়েছে, তা নিয়ে।
তবে পোস্টে দাবি করা হয়েছে, সেখানে চারটি সংখ্যা রয়েছে। এই পোস্ট ২০২২ সালে প্রকাশ্যে এলেও, তা ২০২৩ সালেও ভাইরাল হয়েছে। সদ্য এই পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে।
এই ধাঁধার উত্তর নিয়ে যে সব কমেন্ট এসেছে তাতে অনেকেই বলছেন, মোট সংখ্যা ৯টি রয়েছে। আর সেগুলো হলো- ৬,০,৮,৩,৯,২,৪,১,৭। এছাড়াও আরো একজন লিখছেন, এই লেখাটির মধ্যে রয়েছে ‘৬, ৮,৯,২,৪,১’ সংখ্যাগুলো। অনেকেই দাবি করছেন, সাত কিংবা ছয়টি সংখ্যা রয়েছে।
আরও পড়ুন, এই ছবিতে কোন বিষয়টি আগে চোখে পড়ছে? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ!