Viral News: একটা লেবুর দাম ১.৪৮ লক্ষ ! চোখ কপালে নেটিজেনদের, কী বিশেষত্ব ?
Worthy Lemon: ২৮৫ বছরের পুরনো একটি লেবু পাওয়া গেল এক মৃত ব্যক্তির ক্যাবিনেট থেকে আর সেই লাবুই নাকি নিলামে বিক্রি হল ১.৪৮ লক্ষ টাকায় ! কীভাবে সম্ভব ?
কলকাতা: একটা লেবুর দাম ১.৪৮ লক্ষ টাকা ! ২০-৩০ টাকার লেবুর কী করে এত দাম হতে পারে ? ভাবতে পেরেছেন কখনও ? এও কি সম্ভব ? আদপে এমনটাই (Viral News) ঘটেছে বলে জানা গিয়েছে। ব্রিটেনে এমনই একটি লেবু (285 YO Lemon) বিক্রি হয়েছে চড়া দামে ভারতীয় মুদ্রায় ১.৪৮ লক্ষ টাকায়। কিন্তু কেন ? কী এমন বিশেষত্ব সেই লেবুতে ?
ব্রিটেনের শর্পশায়ার শহরে একটি নিলামকারী সংস্থায় ব্রিটেলস অকশনার্স সম্প্রতি তাদের সমাজমাধ্যমে জানিয়েছে যে, ব্রিটেনেরই একটি পরিবারের কাছ থেকে এই লেবুটি পেয়েছেন তারা এবং সেই পরিবার তাদের কোনও এক কাকা-জ্যাঠার থেকে এই লেবুটি (285 YO Lemon) পেয়েছিলেন। লেবুটি তাদের সেই কাকার ক্যাবিনেটের মধ্যে বন্ধ হয়েই পড়েছিল। ২৮৫ বছর পর খোলা হয়েছে সেই ক্যাবিনেট আর তারপরেই আবিষ্কার (Viral News) করা হয়েছে সেই লেবুটি। সেই ব্যক্তি মারা গিয়েছেন আরও অনেক আগে।
জানা গিয়েছে, তার ঘরের সব জিনিসপত্র বিক্রি করার সময় এক ফটোগ্রাফার তার সেই ক্যাবিনেটের ছবি তুলতে গিয়ে নজর করেন এই লেবুটির। ২৮৫ বছরের পুরনো এই লেবুর বিশেষত্ব সেভাবে কিছু না থাকলেও, একটি বিষয়ে চোখ আটকে যায় নিলামকারী সংস্থার মালিকের। লেবুর গায়ে একটি বিশেষ বার্তা খোদিত ছিল। আর সেই বার্তা থেকেই উদ্ধার হয় লেবুর বয়স। লেবুর গায়ে লেখা ছিল, মিস্টার পি লু ফ্রাসিনি বলে জনৈক এক ব্যক্তি মিস ই বাক্সটারকে এই লেবুটি (285 YO Lemon) উপহার দিয়েছিলেন ৪ নভেম্বর ১৭৩৯ সালে। ফলে সাল তারিখের উল্লেখ দেখে সময় হিসেব করেই চোখ কপালে ওঠে চিত্রগ্রাহকের আরে তখনই তিনি এটিকে নিলামকারীর হাতে তুলে দেন।
নিলামকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রথমে এই লেবুটির (285 YO Lemon) দাম রাখা হয়েছিল ৪০ থেকে ৬০ পাউন্ড, সেখানে এই লেবু নিলামে বিক্রি হয় ১৪১৬ পাউন্ডে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১.৪৮ লক্ষ টাকা। আর যে ক্যাবিনেটে এটি ছিল সেটি মাত্র ৩২ পাউন্ডেই বিক্রি হয়।
কিছুদিন আগেই একটি স্যান্ডুইচ ব্যাগের চমকে দেওয়া দাম প্রকাশ্যে এসেছিল। ছোট্ট একটা স্যান্ডুইচ ব্যাগের দাম নাকি তিন লাখ টাকা। বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা লুঁই ভুঁইতোর এই ব্যাগের দাম ধার্য হয়েছিল তিন লাখ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
আরও পড়ুন: Viral News: GPS দেখে গাড়ি চালিয়ে বিপদে মহিলা! সোজা উঠে গেলেন ব্রিজে!