Viral News: বিয়ের সময় ফটোশ্যুট করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ! গুরুতর আহত কনে; পুড়ে গেল গা- কী ঘটল ?
Colour Bomb Blast: সমাজমাধ্যমে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে এই কালার বম্ব বিস্ফোরণে কনের অবস্থা খুবই গুরুতর হয়ে পরে।

Trending Video: বিয়েকে ঘিরে অনেকের মনেই বহু সুপ্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে যাতে সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলা যায়। পরে সেই বিয়ের দিনের সুখস্মৃতি মনে করে অনেক খারাপ মুহূর্ত যাতে কাটিয়ে দেওয়া যায়। অনেকে খাওয়া-দাওয়া ব্যাপকভাবে আয়োজন করেন আবার অনেকে সাজসজ্জায় ঢেলে খরচ করেন। আর এমনই একটি বিয়েতে (Wedding Photoshoot) আয়োজন করা হয়েছিল কালার বম্বের। বর-কনের প্রবেশ ঘটলেই এই কালারে বম্ব ফাটবে এবং রঙের ধোঁয়ায় ভরে যাবে চারদিক। আর এই ইভেন্ট আয়োজকরা (Viral News) যখন সেই কালার বম্ব ছোঁড়েন তখন তা থেকে আগুন বেরিয়ে আসে, তাতেই পুড়ে যায় কনের গা। ভয়ানক দুর্ঘটনা !
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে এই কালার বম্ব বিস্ফোরণে কনের অবস্থা খুবই গুরুতর হয়ে পরে। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে গিয়ে বিয়ের প্রথম রাতে তাঁকে কাটাতে হয় হাসপাতালে। কালার বম্ব কনের মাথায় লেগে তাতে আগুন ধরে যায় আর তাতেই ঘটে বিপত্তি। এই বিয়ের ফটোশ্যুট চলার সময় বর কনের দিকে তাকিয়েছিলেন, তাঁর হাত ধরেছিলেন তিনি। আর তখনই পরিকল্পনামাফিক ইভেন্টে নিয়োজিত ব্যক্তিরা কালার বম্ব ছুঁড়ে মারেন। আর তখন রঙিন সেই আগুন কনের জামাকাপড়ে লেগে যায়, দাউদাউ জ্বলে ওঠে। কনের চুলেও আগুন ধরে যায়। আর তাতেই বেচারা কনের চুল পিড়ে যায়, মাথায় বড় ক্ষত হয়ে যায়। সৌভাগ্যবশত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
বিয়ের প্রথম রাতই কাটে হাসপাতালে
এই আগুন ধরার বেশ কিছুক্ষণ পর পর্যন্তও বর জানতেন না যে কনের গা মাথার কিছু অংশ পুড়ে গিয়েছে। আর এই আগুন লাগার পরেও বর কনের হাত ধরে হাসিমুখেই ছিলেন। কিন্তু কনে বুঝতে পেরেছিলেন যে আগুনে তাঁর গা পুড়ে গিয়েছে। লোজকন যখন হঠাৎ করে চিৎকার করতে শুরু করেন, তখনই বর বুঝতে পারেন বড় ক্ষতি হয়ে গিয়েছে। কনেকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে স্পষ্ট দেখা যায় যে কনের কোমরে ও পিঠে পোড়ার ক্ষত হয়ে গিয়েছে।
তুমুল শেয়ার হয়েছে এই ভিডিয়ো। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ভিডিয়ো। নেটিজেনরা একেকজন একেক রকম মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখে। একজন লেখেন যে এরা কী ধরনের মানুষ। কোনও কিছু আয়োজন করার সময় নিরাপত্তার কথা ভাবে না এরা। আরেকজন লিখেছেন যে এরকমই ঘটে যখন আপনার বুদ্ধির থেকেও টাকা বেশি হয়।






















