Viral Video: ষাঁড়ের তাড়া খেয়ে পালাল বাঘ! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা
Viral News: সাধারণত ষাঁড়ের তাড়া খেয়ে বাঘ পালায় না। তবে এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। ষাঁড়টিকে ওভাবে ধেয়ে আসতে দেখে কার্যত লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে বাঘটিকে।
Viral Video: বন্যপ্রাণীদের বিভিন্ন মজার মুহূর্ত আজকাল ভাইরাল (Viral Video) হয় নেট দুনিয়ায়। এর মাঝেই এমন কিছু ভিডিও ভাইরাল (Viral News) হয় যা দেখলে অবাক হতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও (Viral) ট্যুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। সেখানে দেখা গিয়েছে, একটি ষাঁড়ের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছে বাঘ। শুনে অবাক হচ্ছেন? কিন্তু সত্যিই এমন ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে ঝোপের মধ্যে ওত পেতে বসে রয়েছে একটি বাঘ। আর পাশের রাস্তা দিয়ে হেঁটে আসছে একটি ষাঁড়। দেখে বোঝা যাচ্ছে যে বাঘটিকে হয়তো নজর করেনি সে। তবে যখন বাঘটি ওই ষাঁড়ের নজরে এসেছে তখন আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি সে। তেড়ে গিয়েছে বাঘটির দিকে। সাধারণত হয়তো ষাঁড়ের তাড়া খেয়ে বাঘ পলায়ন করে না। তবে এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। ষাঁড়টিকে ওভাবে ধেয়ে আসতে দেখে কার্যত লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে বাঘটিকে।
Courage is found in unlikely places…
— Susanta Nanda IFS (@susantananda3) August 30, 2022
Bull scares away the tiger. This is not the behaviour apex predator that we know. Pressure of human presence is perhaps having a huge role.
WA fwd pic.twitter.com/6A4kx39yVc
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে রাস্তা পার হতে যাচ্ছিল বাঘটি। সেই সময়েই রাস্তা দিয়ে এগিয়ে আসতে দেখা গিয়েছে ষাঁড়টিকে। মুখের সামনে শিকার দেখতে পেয়ে সন্তর্পণে ষাঁড়টির উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল বাঘটি। তবে সেই পদক্ষেপে মোটেই সফল হয়নি সে। বরং বাঘটিকে দেখে তাড়া করেছিল ষাঁড়টি। আর তার জেরেই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সে। আইএফএস অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে মাঝে মাঝেই দুর্দান্ত সব ভিডিও শেয়ার করেন। তার প্রায় সবকটিই ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। এবার নতুন যে ভিডিও শেয়ার হয়েছে সেটিও ভাইরাল হয়েছে। ক্রমশ ভিউ বাড়ছে এই ভাইরাল ভিডিওর। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এই ভিডিও দেখে।