Viral News: হাত ফস্কে প্রণামী বাক্সে আইফোন, 'দেবোত্তর সম্পত্তি' বলে ফেরাল না মন্দির !
iPhone: প্রণামী বাক্সে টাকা দেওয়ার সময় অসাবধানতায় তার হাত ফস্কে আইফোন পড়ে গিয়েছিল সেখানে। সেই আইফোনকে দেবত্তোর সম্পত্তি বলে ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ।
Viral News: হাত ফস্কে প্রণামী বাক্সে পড়ে গিয়েছিল আইফোন। আর তাতেই নাকি বহুমূল্যের ওই ফোন দেবোত্তর সম্পত্তি হয়ে গিয়েছে। তাই ওই ব্যক্তিকে আর ফিরিয়ে দেওয়া হয়নি ফোন। শুনে অবিশ্বাস্য লাগছে? কিন্তু ঠিক এমন কাণ্ডই ঘটেছে। তাও আবার এদেশেই। তামিলনাড়ুর এক মন্দিরের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি। তারপর ভক্তি ভরে দিতে গিয়েছিলেন প্রণামী। আর সেই সময়েই অসাবধানতায় ওই ব্যক্তির আইফোন পড়ে যায় হুণ্ডি- র মধ্যে, অর্থাৎ প্রণামী বাক্সে। স্বভাবতই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত চান ওই ব্যক্তি। কিন্তু তখন ওই ব্যক্তিকে বলা হয়, প্রণামী বাক্সে যখন ফোন পড়ে গিয়েছে, তখন তা মন্দিরেরই সম্পত্তি।
চেন্নাইয়ের কাছে থিরুপোরুর এলাকায় আরুলমিগু কান্ডাস্বামী মন্দিরে এই ঘটনা ঘটেছে বলে খবর। যে ভক্তের সঙ্গে এই ঘটনা ঘটেছে, জানা গিয়েছে তাঁর নাম দীনেশ। তিনি জানিয়েছেন, প্রণামী বাক্সে টাকা দেওয়ার সময় অসাবধানতায় তার হাত ফস্কে আইফোন পড়ে গিয়েছিল সেখানে। এরপরই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। সমস্ত ঘটনা জানান। ফোন ফেরত চান। কিন্তু মন্দিরের তরফে জানানো হয়, যেহেতু ওই ফোন প্রণামী বাক্সে পড়ে গিয়েছে, তাই ওটা এখন মন্দিরের সম্পত্তি।
তবে ফোন ফেরত না দিলেও মন্দির কর্তৃপক্ষ দীনেশ নামের ওই ব্যক্তিকে তাঁর আইফোন থেকে যাবতীয় ডেটা রিট্রিভ করার অনুমতি দিয়েছে। কিন্তু ফোন ফেরত দেওয়া হবে না তা স্পষ্ট ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। যদি দীনেশের সঙ্গে মন্দির কর্তৃপক্ষ কোনও খারাপ ব্যবহার করেনি বলেই জানা গিয়েছে। ভদ্রভাবেই তাঁকে মন্দিরের সিদ্ধান্ত জানানো হয়েছে। কিন্তু আইফোন ফেরত পাবেন না, এমন আজব সিদ্ধান্ত মোটেই মেনে নিতে চাননি ওই ব্যক্তি।
সমস্ত ঘটনা পৌঁছয় কর্ণাটকের মন্ত্রী পিকে শেখর বাবুর কানেও। তিনিও সাফ জানিয়ে দেন, প্রণামী বাক্সে কিছু একবার পড়ে গেলে, তা স্বেচ্ছায় হোক কিংবা অসতর্কতায়, সেই জিনিস দেবোত্তর সম্পত্তি হিসেবেই বিবেচনা করা হবে। এমন সিদ্ধান্তের পিছনে যুক্তি হিসেবে মন্ত্রী বলেন, সমস্ত মন্দিরেই প্রণামী বাক্স ব্যবহার হয় যাতে ভক্তরা ঈশ্বরকে কিছু নিবেদন করতে পারেন। সেই প্রণামী বাক্সে কিছু পড়ে গেলে তা ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই। ওই জিনিস দেবোত্তর সম্পত্তিই হয়ে যায়। তবে কর্ণাটকের ওই মন্ত্রী জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি চেষ্টা করবেন যদি ওই ভক্তকে ক্ষতিপূরণ দেওয়া যায়।
আরও পড়ুন- ২.৫ কোটি নগদ, ৪০ কেজি রুপো, প্রচুর সোনার গয়না উদ্ধার প্রাক্তন কনস্টেবলের বাড়ি থেকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।