Viral News: এসি চালাতেই ভয়ঙ্কর শব্দ! হাত দিয়ে দেখতেই সাপের ছোবল, ভয়ঙ্কর ঘটনা
Viral Video: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।

কলকাতা: ফাল্গুনের শেষেই কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। মার্চের মধ্যভাগেই যা গরম রোদের তেজে টের পাওয়া যাচ্ছে, আগামী দিনে কী হতে চলেছে। এদিকে গরমের ঠেলায় অনেকে প্রস্তুতি হিসেবে এসি কিংবা ফ্যান পরিষ্কার করছেন। আর সেই এসি পরিষ্কার করতে গিয়েই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন এক ব্যক্তি। সম্প্রতি এসি পরিষ্কার করতে গিয়ে হতবাক হয়ে যান এক যুবক। এসি খুলতেই দেখেন ভেতরে সাপ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ভিডিওতে দেখা যায়, খাটের ওপর দাঁড়িয়ে এসি পরিষ্কার করছেন এক ব্যক্তি। তিনি এসির ওপরের ঢাকনা খুলে দেখেন বেশ কয়েকটি সাপের বাচ্চা। এরপর তিনি সাপগুলোকে খালি হাতেই বের করে নিয়ে আসেন। ভিডিওটি দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার অনেকে সাপ কীভাবে এসির ভেতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক্স মাধ্যমে এই ভিডিওটি পোস্ট করা মাত্র ভাইরাল হয়েছে মুহূর্তে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
చాలా రోజుల తర్వాత ఏసీ వేస్తున్నారా.. అయితే మీ ఏసీలో కూడా ఇలానే పాములు ఉండొచ్చు
— Telugu Scribe (@TeluguScribe) March 12, 2025
విశాఖ జిల్లా పెందుర్తిలో సత్యనారాయణ అనే వ్యక్తి ఇంట్లోని ఏసీలో పిల్లలు పెట్టిన పాము
సమాచారం అందుకొని ఏసీలో ఉన్న పాము, పిల్లలను బయటికి తీసిన స్నేక్ క్యాచర్
దీంతో అన్ని పాము పిల్లలను చూసి భయందోళనకు… pic.twitter.com/8fa7V9DKvC
আরও পড়ুন, কলকাতায় ২ দিন থেকেই ওষ্ঠাগত প্রাণ! 'মুম্বই বেস্ট' মহিলার পোস্টে বিতর্ক তুঙ্গে
নেটিজেনরা ধারণা করছেন- এসির জল বের হওয়ার যে পাইপ বা ‘আউটলেট’ এগুলোর মুখ অনেক সময় খোলা থাকে। সম্ভবত ওই এসির আউটলেটও খোলা ছিল। এসি দীর্ঘদিন বন্ধ থাকায় সেদিক দিয়ে সাপ ঢুকে বাসা বেঁধেছে।
একজন ইন্টারনেট ইউজার লিখেছেন, মনে ভয় ঢুকে গেল! এরপর থেকে না দেখে আর এসি চালু করব না। অন্য আরেকজন লিখেছেন, কখনও আর শান্তিতে ঘুমাতে পারব না। ভাবুন তো, এসি চালু রেখে ঘুমাচ্ছেন আর তখনই সাপ বেরিয়ে এলো। তখন কী হবে? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে নেটনাগরিকদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
