Viral Post: কলকাতায় ২ দিন থেকেই ওষ্ঠাগত প্রাণ! 'মুম্বই বেস্ট' মহিলার পোস্টে বিতর্ক তুঙ্গে
Viral News: Reddit- মিডিয়ায় এক মহিলা একটি পোস্ট করেছেন এ বিষয়ে। সেখানে তিনি বলেছেন, 'মুম্বই হল বসবাসের জন্য সেরা জায়গা'।

কলকাতা: অনেককেই কাজের জন্য নানা শহরে ঘুরতে হয়, থাকতে হয়। সেই মতো তাদের একটি পছন্দের তালিকাও তৈরি হয়। সেখানে এক এক জনের পছন্দ এক এক রকমের হয়ে থাকে। তবে সম্প্রতি এক মহিলা কলকাতাতে ২ দিন থেকে যাওয়ার পর এক 'ভয়ঙ্কর' অভিজ্ঞতার কথা শেয়ার করেছে সোশাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল হইচই-ই শুরু হয়েছে।
Reddit- মিডিয়ায় এক মহিলা একটি পোস্ট করেছেন এ বিষয়ে। সেখানে তিনি বলেছেন, 'মুম্বই হল বসবাসের জন্য সেরা জায়গা'। ওই পোস্টে তিনি লিখেছেন, কলকাতায় ২ দিন কাটানোর পর, মুম্বাইয়ের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা বোধ করছি। এখানকার মানুষ এতটাই উপকারী যে ভাবা যায় না। আমি তাই আলাদা করে তাঁদের কথা ভাবব।'
কিন্তু কলকাতা ওই মহিলার খারাপ কেন লাগল? এ প্রসঙ্গে ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, কলকাতার বহু রিকশাচালক তাঁর থেকে বেশি টাকা ভাড়া চেয়েছেন সবসময়। এমনকী তার লাগেজ ছাড়তে অস্বীকার করেছে। যার জেরে তিনি প্রায় তার ফ্লাইট মিস করে গিয়েছিলেন।
ওই মহিলার কথায়, 'কলকাতায় বেশ কিছু সমস্যা আছে। কিছু কাজ করতে গেলেই যা ভাড়া তার থেকে বেশি বেশি চাইবে। বিমানবন্দরে যাওয়ার জন্য একটা রিকশা নিয়েছিলাম। এত দর হাঁকিয়েছিল। এমনকী টাকা না দিলে আমার ব্যাগ আটকে রাখার হুমকিও দেওয়া হয়। এক মহিলাও সে কী চিৎকার করে কথা বলে চলেছিলেন। এতটাই অস্বস্তিকর পরিস্থিতি ছিল, যার মুখোমুখি আমি কখনও হইনি।'
আরও পড়ুন, মাটি খুঁড়তেই বেরিয়ে এল মুঘল যুগের রত্নভাণ্ডার! সোনা-মোহর নিতে মধ্যরাতে এলাকায় ভিড়
অন্যদিকে, মুম্বইকে মহিলাদের জন্য নিরাপদ বলেই বর্ণনা করেছিলেন ওই মহিলা। তার কথায়, অটো থেকে সিকিউরিটি গার্ড সকলেই অনেক সাহায্য করেছিলেন।
এই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়। অনেকেই মনে করেছেন একটা দুটো ঘটনা দিয়ে কখনই দুটো শহরকে বিচার করা যায় না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















