Viral News: রাতের আকাশে গোলাপি আভা! ভিনগ্রহীদের হাত?
Mysterious Pink Sky: কীসের আলো? এই প্রশ্নই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এলাকায়।
নয়াদিল্লি: আকাশে গোলাপি আভা। গাঢ় গোলাপি রঙে ঢেকে গিয়েছে আকাশ। এমন রং দেখে চমকে উঠেছিলেন অস্ট্রেলিয়ার (Australia) ভিক্টোরিয়ার ছোট্ট মফস্বল মিলডুরার (Mildura) বাসিন্দারা। কীসের আলো? এই প্রশ্নই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এলাকায়। কোথাও তৈরি হয়েছিল আতঙ্ক, কোথাও তৈরি হয়েছিল কৌতূহল।
ভিনগ্রহীদের কারসাজি?
এমন আলোর পিছনে নাকি রয়েছে ভিনগ্রহীদের হাত। এমন জল্পনাও ছড়িয়ে পড়েছিল এলাকায়। তারপর?
কীসের আলো:
ওই এলাকায় রয়েছে একটি বিশাল বড় ক্যানাবিস ফার্ম (Canabis Farm) বা গাঁজার চাষের এলাকা। সেখান থেকেই এসেছে ওই আলো। কিন্তু কেন? ভালো গাঁজার চাষের জন্য নাকি বিশেষ ধরনের আলো লাগে। যেমন, গাঁজা গাছের বৃদ্ধির জন্য এবং ফুল আসার সময়ে লাল আলোর ব্যবহার করা হলে চাষ ভাল হয়। সেই রকমই একটি কারণে আলোর ব্যবহার করা হয়েছিল। ওই এলাকায় যে ওষুধ সংস্থা ওই চাষ করে, সেই সংস্থা ক্যান গ্রপ (Cann Group)-এর তরফেই এটি জানানো হয়েছে।
তবে সংস্থার তরফে এই টুইট করার আগেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছেয়ে গিয়েছিল গোলাপি আলোর ওই ছবি। তার সঙ্গে আলোর পিছনের কারণ হিসেবে বিভিন্ন থিয়োরিও তৈরি করা শুরু হয়েছিল। তার মধ্যে রমরমিয়ে চলেছে পৃথিবীতে ভিনগ্রহীদের পা রাখার দাবিও।
Hey @JaneBunn any reports of this scary but brilliant sky over Mildura tonight ?? pic.twitter.com/3WZ7FZj1zp
— Tim Green (@Tim_Green78) July 19, 2022
I’ll leave the humor to others. 🤣
— Bill Lamb (@zachvat) July 21, 2022
“Mysterious pink glow in sky over Australian town revealed to be from local #cannabis facility” #Australiahttps://t.co/JHhsZTTtpr pic.twitter.com/OhlRhiFguJ
আরও পড়ুন: মরণফাঁদ থেকে বেঁচে ফিরলেন মহিলা! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা