Viral News:'স্কোর কত?', ক্রিকেট ভক্তকে মাঝ-আকাশেই মিষ্টি ক্রিকেট আপডেট পাইলটের! ভাইরাল ছবি
Handwritten Cricket Score:'স্কোর কত?' উত্তেজনা চেপে রাখতে না পেরে পাইলটের কাছে জানতে চেয়েছিলেন এক বিমানযাত্রী। উত্তর এল। টিস্যু পেপারে সুন্দর, ঝরঝরে হাতে লেখা-- 'SA 33/03, 6 overs, IND 133/9'।
কলকাতা: 'স্কোর (Match score) কত?' উত্তেজনা চেপে রাখতে না পেরে পাইলটের (pilot) কাছে জানতে চেয়েছিলেন এক বিমানযাত্রী (passenger)। উত্তর এল। টিস্যু পেপারে সুন্দর, ঝরঝরে হাতে লেখা-- 'SA 33/03, 6 overs, IND 133/9'। এমনও হয়? মাঝ-আকাশে বসে ভারত-দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa) ম্যাচের স্কোর জানতে পেরে মুগ্ধ যাত্রী। পরে ওই লেখা-সহ টিস্যু পেপারের ছবিটি ট্যুইটও (tweet) করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। এমনও হয়?
কী হয়েছিল?
রবিবার অস্ট্রেলিয়ার পারথে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে তখন টানটান উত্তেজনা চলছে। কিন্তু খেলা দেখা বা স্কোর জানার উপায় নেই বিক্রম গর্গের। অগত্যা পাইলটের কাছেই স্কোর আপডেট চেয়েছিলেন বিক্রম। মিষ্টি উত্তরও আসে। টিস্যু পেপারে আপডেট লিখে পাঠান বিমানচালক। তাঁর কৌতূহল যে এভাবে মেটানো হবে, সেটা বোধহয় আশা করেননি বিক্রম। ইন্ডিগো-র উড়ানের ওই পাইলটের ব্যবহারে যারপরনাই মুগ্ধ হন তিনি। পেপারটির ছবি তুলে ট্যুইট করেন। সঙ্গে ক্যাপশন, 'ভারত আজ হেরেছে, তবে ইন্ডিগো আমার মন জিতে নিল। স্কোর আপডেট চাওয়ায় পাইলট মাঝ-আকাশেই আমাকে এই নোট পাঠিয়েছিলেন।' ৩০ অক্টোবর ট্যুইট করেন বিক্রম। তার পর থেকে হইহই করে ভাইরাল হয়েছে সেটি। তাদেরই এক যাত্রী যে এমন আপ্লুত সেটা দেখে প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো-ও। লিখেছে, 'আমরা এটি দেখে খুশি হলাম। শীঘ্র আপনাকে আমাদের সঙ্গে বিমান-সফরে দেখব, আশা করছি।' বহু ট্যুইটারেট্টি এর মধ্যেই ওই উড়ান-সংস্থার এমন 'পরিষেবা'-কে কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ আবার স্মাইলি এবং ইমোজি দিয়েও অভ্যর্থনা করেছেন বিষয়টি।
ক্রিকেট-উন্মাদনা...
'স্কোর কত?' রাস্তায় থিকথিকে ভিড়, বাদুরঝোলা বাস বা বাজারের কানফাটানো চিৎকারের মধ্য়েও এমন প্রশ্ন মাঝেমধ্যে ছুটে আসে। এদেশে ক্রিকেট মানে শুধু খেলা নয়, আবেগ। তাই ভারত মাঠে নামা মানে স্থান-কাল-পাত্র নির্বিশষে স্কোর জানতেই হবে। তা বলে মাঝ-আকাশেও স্কোর আপডেট? শুনে অনেকেরই বিস্ময়ের শেষ নেই। তবে বেশিরভাগই দুহাত বাড়িয়ে পাইলটের এমন চেষ্টাকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবারের যে ম্যাচের স্কোর আপডেট জানা নিয়ে এই খবর, তাতে হেরে যায় ভারত। ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হয় তারা।
আরও পড়ুন:ডিমের পর এবার পাঁউরুটি, এক লাফে বাড়ল দাম !