Viral Video: পেট্রোল পাম্পের ভিতরেই 'বনফায়ার', আগুন জ্বালিয়ে চেয়ার পেতে বসে চালু খোশগল্প
Petrol Pump Bonfire: এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। এমন ঘটনা প্রকাশ্যে আসার পরই উষ্মা প্রকাশ করেছেন নেটিজেনরা। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তাদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় অনেক সময়েই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে হতবাক হয়ে যান সকলেই। প্রচণ্ড রাগ হয়। অথচ কী বলা উচিত কিংবা কী করা উচিত, তা বুঝতেই পারা যায় না। তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি পেট্রোল পাম্পে 'বনফায়ার'- এর আয়োজন করেছে একদল যুবক। কোথাকার কোন পেট্রোল পাম্পে এই কাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি নির্দিষ্ট ভাবে। তবে এই ভিডিও দেখে রীতিমতো আতঙ্কিত নেটিজেনরা। পেট্রোল পাম্পের মতো জায়গায় কেউ কীভাবে বনফায়ারের আয়োজন করতে পারে, তা ভেবেই অবাক সকলে।
এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। এমন ঘটনা প্রকাশ্যে আসার পরই উষ্মা প্রকাশ করেছেন নেটিজেনরা। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তাদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পেট্রোল পাম্পের ভিতর আগুন জ্বালিয়ে তা ঘির এবসে রয়েছে কয়েকজন। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, যেকোনও বড় অঘটনা ঘটে যেতে পারত। ভাগ্য সহায় যে কোনও বিপদ হয়নি। নেটিজেনদের অনেকেই বলেছেন, ওই ব্যক্তিরা যে এমন কাণ্ড ঘটিয়ে নিজেদের জীবনেও বিপদ ডেকে এনেছে সেটাও তাদের বোধগম্য হয়নি নিশ্চিত। এমন বিপজ্জনক কাজ যে কেউ করতে পারে তা বিশ্বাস করতেই অনেকের বেশ সময় লেগেছে।
Pura Highway samaj Dara hua hai 💀📈 pic.twitter.com/y38sB1lWGw
— Ankit (@terakyalenadena) December 23, 2024
সকলেই জানে যে পেট্রোল পাম্পের ভিতর আগুন লাগলে কী হতে পারে। সেখানে এই কয়েকজন যখন আগুন জ্বালিয়ে বসেছিল তখন পেট্রোল পাম্পের লোকজন কোথায় ছিল? তারা কেন বারণ করেনি? এই নিয়েই উঠছে প্রচুর প্রশ্ন। এমন অবহেলার কারণে যে ঠিক কত বড় বিপদ হতে পারে তা আন্দাজ করলেও শিউরে উঠতে হয়, বলছেন নেটিজেনদের একাংশ। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করছেন নেটিজেনদের অনেকেই। পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করা উচিত। ওরা যে কী মারাত্মক কাজ করেছে তাহলে অন্তত বুঝতে পারবে, বলছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন- সিংহকে আদর পোষ্য বিড়ালের মতো, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।