Viral Video: সিংহকে আদর পোষ্য বিড়ালের মতো, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা
Woman Kisses Lion: এক্স মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের বেশিরভাগই বলেছেন, 'মিষ্টি মুহূর্ত'। অনেকেই তারিফ করেছেন তরুণীর সাহসেরও। তবে অনেকে আবার প্রকাশ করেছেন সংশয়।
Viral Video: বাড়িতে পোষ্য বিড়াল কিংবা কুকুর থাকলে যেভাবে আমরা আদর করি, ঠিক তেমন ভাবেই এক সিংহকে আদর করেছেন এক তরুণী। সেই ভিডিওই ভাইরাল হয়েছে এক্স মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, মহিলার কোলের উপর শুয়ে রয়েছে সিংহটি। তাকে গলায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন তরুণী। মাথায় চুমু খেয়ে আদর করছেন। সিংহটিও শান্ত হয়ে বসে আদরের মজা নিচ্ছে। একবারের জন্যেও পশুরাজের হিংস্র রূপ দেখা যায়নি। বরং সিংহের মুখ দেখে বোঝাই যাচ্ছে তরুণী যে তাকে গলা, মাথায়, গালে আদর করে দিচ্ছে, পুরো বিষয়টা বেশ উপভোগ করছে সে। এক্স মাধ্যমের ভাইরাল এই ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই আঁতকেও উঠেছেন।
I am amazed that a Lion can be so affectionate like this. Lucky her. pic.twitter.com/tOKTNS7GKn
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 25, 2024
পশুরাজ সিংহ বিশ্বের অন্যতম রাজকীয়। যেমন দর্শন, তেমনই কাজ, আক্ষরিক অর্থেই সিংহ পশুরাজ খেতাব পাওয়ারই যোগ্য। তার রাজকীয় চাল, নিশানা করে শিকার বাগে আনা সবই অত্যন্ত আকর্ষণীয়। সেই সিংহ যে এভাবে কারও কোলে শুয়ে চোখ বুজে আদর উপভোগ করতে পারে সেটা নিঃসন্দেহে বেশ অদ্ভুত বিষয়। তবে এই প্রথম নয়। বাঘ, সিংহকে মানুষের আদর করার ভিডিও এর আগেও অনেকবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেইসব ভিডিওর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যাঁরা বাঘ কিংবা সিংহকে আদর করছেন তাঁরা হয় ওইসব বন্যপ্রাণীর প্রশিক্ষক কিংবা দেখভালের দায়িত্ব থাকেন। তবে নতুন ভাইরাল হওয়া ভিডিওর তরুণী সিংহটির ট্রেনার কিংবা পশুরাজকে দেখভাল করেন কিনা, সেই প্রসঙ্গে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
এক্স মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের বেশিরভাগই বলেছেন, 'মিষ্টি মুহূর্ত'। অনেকেই তারিফ করেছেন তরুণীর সাহসেরও। তবে অনেকে আবার প্রকাশ করেছেন সংশয়। নেটিজেনদের অনেকেই বলেছেন, যাই হোক না কেন আদতে তো সিংহ। তাকে এভাবে আদর করা অনেকটা ঝুঁকি নেওয়া। এখানে বিপদ হয়নি। তবে বলা যায় না, অঘটন ঘটতেই পারত। কিন্তু সবকিছুর পরেও এই ভাইরাল ভিডিও প্রায় সকলেরই পছন্দ হয়েছে।
আরও পড়ুন- বিরিয়ানিতে স্ট্রবেরি আইসক্রিম ! ভাইরাল ভিডিও দেখে চটে লাল নেটপাড়া
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।