Viral Video: বোনকে অঙ্ক শেখাতে গিয়ে হাপুস নয়নে কান্না দাদার, দেখে নিন মজার ভাইরাল ভিডিও
Viral: ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ছোট্ট বোনকে অঙ্ক শেখাতে গিয়ে একদম নাকের জলের চোখের জলে একাকার হয়ে গিয়েছে তার থেকে বয়সে কিছুটা বড় দাদা।
Viral Video: অঙ্ক (Maths) কষতে গিয়ে চোখের জলে অনেকেই খাতাই ভেসেছে। বেজায় কঠিক অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে অনেকের কপালেই জুটেছে মারধরও। ছোটবেলায় অঙ্ক মানে অনেকের জীবনেই ছিল সাংঘাতিক ভয়ের জিনিস। সেই ভীতি বড় হয়েও অনেকেরই হয়তো কাটেনি। ছোটবেলার খারাপ স্মৃতি মানে অনেকের জীবনেই জড়িয়ে রয়েছে অঙ্ক। তবে অঙ্ক শেখাতে গিয়ে খোদ মাস্টারমশাই যে এমন হাপুস নয়নে কাঁদতে পারেন তা হয়তো অনেকেরই কল্পনায় ছিল না। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন সেই মজার ভাইরাল ভিডিও
View this post on Instagram
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ছোট্ট বোনকে অঙ্ক শেখাতে গিয়ে একদম নাকের জলের চোখের জলে একাকার হয়ে গিয়েছে তার থেকে বয়সে কিছুটা বড় দাদা। ছোট বোন চেয়ার বসে অঙ্ক কষছে। আর পিছনে দাঁড়িয়ে রয়েছে দাদা। হঠাৎ করেই কাঁদতে শুরু করেছে ওই কিশোর। তবে শুধু দাদাই নয় তার সঙ্গে সঙ্গে অঙ্ক কষতে গিয়ে কান্নাকাটি জুড়েছে ছোট্ট বোনও। এদিকে কিশোরের কান্না দেখে তার মা আবার বলেছেন যে সে কোনওদিন ভাল শিক্ষিক হতে পারবে না।
বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছে, একটি ছবিতে তিনটি ত্রিভুজ রয়েছে। বোনকে এই অঙ্ক শেখাতে গিয়ে বহু আগে উত্তর দিয়ে দিয়েছে সে। কিন্তু তার ছোট্ট বোন নাছোড়বান্দা। কিছুতেই সে মানবে না যে ওই ছবিতে তিনটি ত্রিভুজ রয়েছে। তার কথায় ওই ছবিতে নাকি রয়েছে দুটো ত্রিভুজ। বোনকে কোনওভাবেই অঙ্ক বোঝাতে না পেরে শেষ পর্যন্ত অঝোরে কান্না জুড়েছে বাচ্চা ছেলেটি। দাদার দেখাদেখি কাঁদতে শুরু করেছে বোনও।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ক্রমশ বাড়ছে ভিউ, লাইক এবং কমেন্ট। দুই ভাইবোনের কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা।
আরও পড়ুন- সিংহ পুষেছেন মহিলা, বেঁধে রেখেছেন লোহার চেন দিয়ে, ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া