Viral Video: কাশির সিরাপ খেয়ে ফেলল কেউটে! ওষুধ খেয়ে প্রাণ যায় যায় দশা
Snake Video:একটি কেউটে ফেলা দেওয়ার কাশির সিরাপের বোতল খেয়ে ফেলে। কিন্তু এরপরই তার শুরু হয় শ্বাসকষ্ট।
নয়া দিল্লি: প্লাস্টিকে ভরেছে পৃথিবীর প্রতিটি কোণ। তা যে সুউচ্চ এভারেস্ট হোক কিংবা মহাসাগরের তলদেশ। সমতল, পাহাড়, জঙ্গল- প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে থাকছে। অনেকসময়ই দেখা যায় সেই সব প্লাস্টিক দ্রব্য খেয়ে ফেলেন বন্য প্রাণীরা। যা অনেকসময়ই তাদের জন্য প্রাণহানি হয়ে যায়।
তেমনই একটি ঘটনা ঘটেছে ভুবনেশ্বরে। সেখানে একটি কেউটে ফেলা দেওয়ার কাশির সিরাপের বোতল খেয়ে ফেলে। কিন্তু এরপরই তার শুরু হয় শ্বাসকষ্ট। তা নজরে পড়ে বন্যপ্রাণী স্বেচ্ছাসেবকদের। তড়িঘড়ি সাপটিকে উদ্ধার করে তাঁরা।
ভিডিওটি X হ্যান্ডেলে শেয়ার করেছেন ভারতীয় অফিসার সুশান্ত নন্দা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাশির সিরাপের বোতল একটি কেউটের মুখে আটকে আছে। কাশির সিরাপের বোতলের সঙ্গে রীতিমতো লড়াই করতে দেখা গেছে। স্থানীয়রা তখন 'স্নেক হেল্পলাইন'-এর মাধ্যমে স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করে যারা সরীসৃপটিকে সাহায্য করতে দ্রুত পৌঁছেছিল। উদ্ধারকারী দল সাবধানে সাপের গলা থেকে বোতলটি বের করে বনে ছেড়ে দেয়।
A Common cobra swallowed a cough syrup bottle in Bhubaneswar & was struggling to regurgitate it.
— Susanta Nanda (@susantananda3) July 3, 2024
Volunteers from snake help line gently widened the lower jaw to free the rim of the base of the bottle with great risk & saved a precious life.
Kudos 🙏🙏 pic.twitter.com/rviMRBPodl
ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে অফিসার নন্দা লেখেন, 'ভুবনেশ্বরে একটি কেউটে একটি কাশির সিরাপের বোতল গিলেছিল এবং প্রাণ বাঁচাতে লড়াই করছিল। স্নেক হেল্পলাইনের স্বেচ্ছাসেবকরা খুব ঝুঁকি নিয়ে কেউটের মুখের নীচের চোয়ালটি আলতো করে প্রশস্ত করে একটি মূল্যবান জীবন বাঁচিয়েছিল। ধন্যবাদ তাঁদের।'
ডিসক্লেমার: এই খবর ও বর্ণনা আপনাকে বিচলিত করতে পারে। দুর্বলচিত্তের মানুষদের না-দেখাই শ্রেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে