Viral Video: শপিং মলে জামা-কাপড়ের দোকানে ঢুকে পড়ল গরু! ভাইরাল ভিডিও
Viral: শপিং মলে জামা কাপড়ের দোকানে যে এভাবে গরু ঢুকে পড়তে পারে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি কেউ।

Viral Video: শপিং মলের দোকানে ঢুকে পড়েছে একটি গরু! শুনে অবাক হচ্ছেন? ঠিক এমন কাণ্ডই ঘটেছে অসমের ধুবরিতে। শপিং মলের (Shopping Mall) মধ্যে একটি জামাকাপড়ের দোকানে ঢুকে পড়েছে ওই গরুটি। তারপর সারা দোকানের এদিক ওদিক ছুটে বেরিয়েছে ওই গরুটি। তার দৌরাত্ম্য দেখে ভয়ে দোকানের কর্মীদের এদিক ওদিকে ছুটে পালাতে দেখা গিয়েছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে দোকানে আসা ক্রেতাদের মধ্যেও। এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ট্যুইটারে। তবে এ যাত্রায় কারও কোনও চোট আঘাত লাগেনি, দোকানেরও কোনও ক্ষতি হয়নি। ভাইরাল ভিডিও দেখে বোঝা গিয়েছে যে দোকানে থাকা অত লোক দেখে ভয় পেয়ে গিয়েছিল গরুটি। আর তাই সারা দোকান জুড়ে ছোটাছুটি জুড়ে দিয়েছিল সে। ভাগ্য ভাল যে গরুটির সামনে কেউ পড়েনি। নাহলে বড় বিপদ হতে পারত।
Cow entered in mall, #dhubri #Assam pic.twitter.com/aS2XYd5hg1
— Nitish Sarmah (@sarmah_nitish) December 30, 2022
এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বাড়ছে লাইক, কমেন্ট, ভিউয়ের সংখ্যা। শপিং মলে জামা কাপড়ের দোকানে যে এভাবে গরু ঢুকে পড়তে পারে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি কেউ। এমনিতে রাস্তাঘাটে গরুদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। অনেকসময় খাবারের দোকান দেখলেও এগিয়ে যায় তারা। কিন্তু তাই বলে একেবারে জামা কাপড়েড় দোকানে ঢুকে পড়বে গরু, এটা সত্যিই বেশ বিস্ময়কর।
সোশ্যাল মিডিয়ায় পশুপাখিদের বিভিন্ন মজার ভিডিও ভাইরাল হয় হামেশাই। যেমন- সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হয়েছে একটি হাতির ভিডিও। মাটির ঢাল বেয়ে নামতে গিয়ে হাতিটি এমন কাণ্ড ঘটিয়েছে যে তা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। দেখে নিন সেই ভাইরাল ভিডিও। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুটো হাতিকে। একটা পিছনে রয়েছে আর একটি।
Who says elephants don't have a sense of humour 😁 video- shared #elephants pic.twitter.com/Lb2Xvp0d9O
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 3, 2023
আরও পড়ুন- বিয়ের আসরে এ কী কাণ্ড ঘটালেন বর? ভাইরাল ভিডিও, হাসির রোল নেট পাড়ায়






















